পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টাকার প্রলোভন দেখিয়ে হাসপাতাল থেকে চুরি শিশু - STEAL INCIDENT

কন্যা সন্তান হলে সরকার থেকে টাকা দেওয়া হবে ৷ এই প্রলোভন দেখিয়ে তিন দিনের শিশুকে চুরির অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে ৷ হাসপাতালের CCTV ফুটেজে ওই মহিলাকে শনাক্ত করা হয়েছে ৷ সেই সূত্র ধরে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

child-steal-incident
ছবিটি প্রতীকী

By

Published : Jan 20, 2020, 2:18 AM IST

বর্ধমান , 20 জানুয়ারি : কন্যা সন্তান হলেই সরকার থেকে দেওয়া হবে ছ'হাজার টাকা । এই প্রলোভন দেখিয়ে তিনদিনের শিশুকে চুরির অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে । ঘটনাটি বর্ধমান শহরের ।

রায়নার সিপ্টা এলাকার বাসিন্দা রিমা মালিক । কয়েকদিন আগেই তিনি প্রসব যন্ত্রনা নিয়ে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি হন । এরপর শুক্রবার সকালে এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি । রবিবার সকালে তাঁর ছুটি হয়ে যায় । সেই সময় রিয়া বন্দ্যোপাধ্যায় নামে এক মহিলার সঙ্গে তাঁর পরিচয় হয় । রিয়া জানান , কন্যা সন্তানের জন্ম দিলে সরকারের তরফে ছ'হাজার টাকা দেওয়া হবে । তার জন্য তাঁদের অনাময় হাসপাতালে যেতে হবে । রিমার পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় । তাই ছ'হাজার টাকা পাওয়ার আশা ছাড়তে পারেননি তাঁরা । রিয়ার দেওয়া খবর কতটা সত্যি না জেনেই রিমার বাড়ির লোকজন তিন দিনের শিশুকে নিয়ে অনাময় হাসপাতালে চলে যান । টাকার জন্য হাসপাতালের বিভিন্ন কাউন্টারে কথা বলেন । অভিযোগ, সেই সময় ফন্দি এঁটে শিশুটিকে নিজের কাছে নিয়ে নেয় রিয়া ৷ তারপর সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায় ৷

ঘটনায় ডেপুটি সুপার অমিতাভ সাহা বলেন, "17 জানুয়ারি রিমা মালিক এক কন্যা সন্তানের জন্ম দেন । তারপর রবিবার হাসপাতাল থেকে ছুটির সময় ওষুধ আনতে গেলে এক মহিলার সঙ্গে তাদের পরিচয় হয় । তিনি জানান , কন্যা সন্তানের জন্ম হলে সরকার ছ'হাজার টাকা দেবে । সেই টাকা নিতে অনাময় হাসপাতাল যেতে হবে । টাকার আশায় রিমার পরিবার শিশুটিকে সঙ্গে নিয়ে ওই হাসপাতালে চলে যান । তখনই নানারকম পরীক্ষা করার অজুহাত দিয়ে শিশুটিকে নিজের সঙ্গে নিয়ে যায় ওই মহিলা । তারপর আর তিনি ফেরেননি বলে অভিযোগ । আমরা CCTV ফুটেজে ওই মহিলাকে শিশুটিকে নিয়ে বেরিয়ে যেতে দেখেছি ।" তবে তার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details