বর্ধমান, 18 জুলাই : অবশেষে বর্ধমানে বৃদ্ধ খুনের কিনারা করল পুলিশ । খুনের দায়ে রণিত দত্ত নামের এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ । ধৃত ওই যুবক বর্ধমান বিবেকানন্দ কলেজের প্রথম বর্ষের ছাত্র । প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, নেশা করার টাকা না পেয়েই ওই বৃদ্ধকে খুন করেছে সে ।
বৃদ্ধের খুনের ঘটনার 15 দিনের মধ্যে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল পুলিশ । জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানিয়েছেন, 2 জুলাই বর্ধমান শহরের তেজগঞ্জ এলাকায় গোরাচাঁদবাবুর বাড়িতে সাইকেল নিয়ে যায় রণিত । ওই যুবক বৃদ্ধের কাছ থেকে টাকা চেয়েছিল । কিন্তু বৃদ্ধ টাকা দিতে অস্বীকার করায় তার গলার নলি কেটে খুন করে সে । এরপর আলমারি খুলে টাকা নেওয়ার জন্য আলমারি তছনছ করে । এরপর সে বাড়ি থেকে বেরোনোর সময়েই, বাড়ির বাইরে তাকে দেখতে পেয়ে যান গোরাচাঁদবাবুর স্ত্রী মীরা দত্ত । মীরা দেবী এসে দেখেন এক যুবক হলুদ জামা পড়ে দাঁড়িয়ে আছে । তাকে কারণ জিজ্ঞাসা করায় সে জানায় ভিতরে গিয়ে দেখুন । এরপরেই ঘরে ঢুকে দেখেন স্বামীর রক্তাক্ত দেহ ।