বর্ধমান, 3 জুলাই : নিজের বাড়িতে খুন বৃদ্ধ ৷ নাম গোরাচাঁদ দত্ত ( 80 ) ৷ গতকাল সন্ধেয় বর্ধমান শহরের তেজগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ আসে ৷ ঘটনার তদন্তে নেমেছে বর্ধমান থানার পুলিশ ৷
স্থানীয় সূত্রে খবর, গোরাচাঁদবাবু দুর্গাপুর স্টিল প্ল্যান্টে কাজ করতেন ৷ সেখান থেকে অবসর নেওয়ার পর তিনি বর্ধমান শহরের তেজগঞ্জে নিজের বাড়িতে স্ত্রী মীরা দত্তের সঙ্গে থাকতেন ৷ তাঁর এক ছেলে ও এক মেয়ে ৷ ছেলে থাকেন দুর্গাপুরে ৷ মেয়ের বিয়ে হয়েছে ধানবাদে ৷ বার্ধক্যজনিত কারণে তিনি কানে অল্প কম শুনতেন ৷ গতকাল গোরাচাঁদবাবুর স্ত্রী তাঁর বোনের বাড়িতে গিয়েছিলেন ৷ বাড়িতে একাই ছিলেন তিনি ৷ এরপর বাড়িতে ফেরার সময় বাইরে এক যুবককে দাঁড়িয়ে থাকতে দেখেন মীরাদেবী ৷ এরপর ঘরে ঢুকে স্বামীকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন ৷