বর্ধমান, 18 নভেম্বর : কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের পর এবার বর্ধমানের প্রমোটিজ় ট্রেনিং স্কুল । মৃত্যু হল আর এক নার্সিং ছাত্রীর । হস্টেলের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তাকে । মৃতের নাম রিয়া দে (19) । বাড়ি বাঁকুড়ার বিষ্ণুপুরে । খবর পেয়ে ঘটনাস্থানে গেছে পুলিশ । মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে ।
রাজ্য সরকারের প্রমোটিজ় ট্রেনিং স্কুলে পড়ত রিয়া । অক্টোবর মাসে ANM (Auxillary nursing midwifery ) কোর্সে ভরতি হয়েছিল । আজ তাকে ক্লাসে দেখতে না পেয়ে হস্টেলে এসে খুঁজতে শুরু করে বন্ধুরা । রিয়ার রুমের সামনে এসে দেখে দরজা ভিতর থেকে বন্ধ । ধাক্কাধাক্কি করেও কোনও সাড়া পাওয়া যায়নি । পরে ওই স্কুলের কেয়ারটেকার ও অন্যরা এসে দরজা ভেঙে ভিতরে ঢোকে । দেখে ঘরের ভেতর রিয়ার দেহ ঝুলছে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ । তাতে লেখা, যে ANM কোর্সে ভরতি হয়েছিল রিয়া, সেই কোর্সের জন্য উপযুক্ত পরিকাঠামো ছিল না এই স্কুলে । বিষয়টি সে মেনে নিতে পারছিল না । উচ্চমাধ্যমিক পাশ করার পরে সে ভূগোলে অনার্স পড়ার সুযোগ পেয়েও ছেড়ে দেয় । পরে ANM কোর্সে ভরতি হয় । কিন্তু সেখানে ভরতি হওয়াই কাল হল বলে উল্লেখ করেছে নোটে । যদিও লেখাটা রিয়ার কি না তা খতিয়ে দেখছে পুলিশ ।