পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

PPE কিটের দাবিতে বর্ধমান মেডিকেলের নার্সদের বিক্ষোভ

বৃহস্পতিবার ক্ষোভে ফেটে পড়েন বর্ধমান মেডিকেলের মেডিসিন বিভাগের নার্সরা । সুরক্ষা না পেলে কাজ বন্ধ করার কথা ভাবছেন বলে জানিয়েছেন তাঁরা ।

প্রয়োজনীয় সুরক্ষা না পেলে কাজ বন্ধের হুমকি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের নার্সদের
প্রয়োজনীয় সুরক্ষা না পেলে কাজ বন্ধের হুমকি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের নার্সদের

By

Published : Apr 17, 2020, 12:49 AM IST

বর্ধমান, 16 এপ্রিল: N-95 মাস্ক এবং PPE কিটের দাবিতে বিক্ষোভ দেখালেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের নার্সরা । ন্যীনতম সুরক্ষা না পেলে কাজ বন্ধ রাখার হুমকি দিয়েছেন তাঁরা ।

নার্সদের অভিযোগ, PPE কিট তো দূরের কথা তাঁদের N-95 মাস্ক পর্যন্ত দেওয়া হচ্ছে না । অথচ কোরোনা সন্দেহে ভরতি হওয়া রোগীদের প্রথমে দেখভাল করতে হচ্ছে ওই নার্সদের । যা নিয়ে রীতিমতো আতঙ্কে রয়েছেন তাঁরা ।

এই নিয়ে বৃহস্পতিবার ক্ষোভে ফেটে পড়েন মেডিসিন বিভাগের নার্সরা । সুরক্ষা না পেলে কাজ বন্ধ করার কথা ভাবছেন বলে জানিয়েছেন তাঁরা ।

এই নিয়ে পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী বলেন, "আমাদের হাতে সাত হাজার PPE কিট আছে । তার মধ্যে দু'হাজার মেডিকেল কলেজে ও এক হাজার PPE কিট CMOH-এর কাছে রয়েছে । কিন্তু কেউ কোনও অভিযোগ জানায়নি ।"

ABOUT THE AUTHOR

...view details