পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পূর্ব বর্ধমানে কোরোনা আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছুঁইছুঁই - Corona Outbreak

জেলা প্রশাসনের বুলেটিন অনুযায়ী পূর্ব বর্ধমান জেলায় এখনও পর্যন্ত মোট 1498 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন । এর মধ্যে 388 জনের চিকিৎসা চলছে । জেলায় মৃত্যুর সংখ্যা 34 । আপাতত পূর্ব বর্ধমান জেলায় মোট 171 টি কনটেইনমেন্ট জোন আছে ।

purba bardhaman News
পূর্ব বর্ধমানের খবর

By

Published : Aug 12, 2020, 4:59 AM IST

বর্ধমান, 12 অগাস্ট : পূর্ব বর্ধমান জেলায় নতুন করে 54 জন কোরোনায় আক্রান্ত হলেন । মৃত্যু হয়েছে একজনের । ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 34 । আক্রান্ত 54 জনের মধ্যে পাঁচ জনের উপসর্গ দেখা গেছে । 49 জনের কোনও উপসর্গ পাওযা যায়নি ।

জেলা প্রশাসনের বুলেটিন অনুযায়ী পূর্ব বর্ধমান জেলায় এখনও পর্যন্ত মোট 1498 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন । এর মধ্যে 388 জনের চিকিৎসা চলছে । জেলায় মৃত্যুর সংখ্যা 34 । আপাতত পূর্ব বর্ধমান জেলায় মোট 171 টি কনটেইনমেন্ট জ়োন আছে । এদিন জেলায় যে 54 জন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে বর্ধমান শহরের বাসিন্দা রয়েছেন 24 জন । মেমারি পৌরসভার একজন, বর্ধমান এক নম্বর ব্লকের ছয় জন, বর্ধমান দুই নম্বর ব্লকের তিন জন, গলসি এক নম্বর ব্লকের এক জন, গলসি দুই নম্বর ব্লকের চার জন, মেমারি এক নম্বর ব্লকের পাঁচ জন, কাটোয়া এক নম্বর ব্লকের এক জন, কাটোয়া দুই নম্বর ব্লকের এক জন, কেতুগ্রাম এক নম্বর ব্লকের দু’জন, মঙ্গলকোট ব্লকে দু’জন, মন্তেশ্বর ব্লকে এক জন ও রায়না এক নম্বর ব্লকে তিন জন আক্রান্ত হয়েছেন ।

আক্রান্তদের কেস হিস্ট্রি খুঁজতে গিয়ে প্রশাসন জানতে পেরেছে পাঁচ জন আক্রান্ত হয়েছে কোরোনা রোগীর সংস্পর্শে এসে । 1 জন এসেছেন এই রাজ্যের কোন সংক্রমিত জেলা থেকে । 7 জন ফিরেছেন ভিন রাজ্য থেকে । বাকি 49 জনের ট্রাভেল হিস্ট্রি পাওয়া যায়নি ।

ABOUT THE AUTHOR

...view details