বর্ধমান, ২৮ সেপ্টেম্বর : জ্বর-সর্দি নিয়ে পূর্ব বর্ধমান জেলার হাসপাতালগুলিতে শিশু ভর্তির সংখ্যা ক্রমশ বাড়ছে ৷ ইতিমধ্যেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ১৪০ জন ও কালনা মহকুমা হাসপাতালে ১৫১ জন শিশু ভর্তি রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রত্যেক শিশুর করোনা টেস্ট করা হয়েছে। প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ ৷
ইতিমধ্যেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে বেডের সংখ্যা বাড়ানো হয়েছে। প্রথমে শিশুদের জন্য ১৪০টি বেড রাখা হলেও পরে আরও ২০টি বেড বাড়ানো হয়েছে ৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রধানত ঋতু পরিবর্তনের কারণে প্রতি বছর এই সময় জ্বর সর্দির প্রাদুর্ভাব দেখা যায়। যে কারণে শিশুদের পাশাপাশি বড়রাও জ্বরে আক্রান্ত হন। তবে কোভিড পরিস্থিতির কারণে এবার চিকিৎসকেরা বাড়তি সতর্ক রয়েছেন। এখনও পর্যন্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে গত কয়েকদিনে ১৪০টি ও কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ১৫১ জন শিশু ভর্তি হয়েছে। প্রত্যেকেরই করোনা পরীক্ষা করা হয়েছে। সব রিপোর্ট নেগেটিভ।
Child Fever : বর্ধমানে জ্বর নিয়ে হাসপাতালে বাড়ছে শিশু ভর্তির সংখ্যা - বর্ধমান মেডিকেল কলেজ
জ্বর নিয়ে হাসপাতালে শিশু ভর্তির সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে ৷ এখনও পর্যন্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে গত কয়েকদিনে ১৪০টি ও কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ১৫১ জন শিশু ভর্তি হয়েছে। প্রত্যেকেরই করোনা পরীক্ষা করা হয়েছে। সব রিপোর্ট নেগেটিভ।
আরও পড়ুন :জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ছে, প্রতিরোধে অক্টোবর থেকে জোরকদমে শিশুদের বয়সভিত্তিক টিকা কর্মসূচি
কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার অরূপরতন করণ বলেন, "গত এক সপ্তাহে কালনা মহকুমা হাসপাতালে ১৫১ জন শিশু ভর্তি হয়েছে ৷ দিনে গড়ে ১৫-১৭ জন করে ভর্তি হয়েছে ৷ ঋতু পরিবর্তনের সময়ে প্রতি বছরই ভাইরাল ফিভার হয় ৷ প্রতিটা শিশুর করোনা পরীক্ষা করা হয়েছে। সকলেরই করোনা রিপোর্ট নেগেটিভ। প্রত্যেক শিশুকেই নজরদারিতে রাখা হয়েছে। এখনও পর্যন্ত প্রত্যেকটা শিশুকেই সুস্থ রাখতে পেরেছি।" শিশুদের সুস্থ রাখার জন্য সমস্তরকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রতিবছর এই সময় জ্বরের প্রাদুর্ভাব দেখা যায়। চলতি বছরে কোভিডের পরিমণ্ডলে আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দেন তিনি ৷ সকলের উদ্যেশ্যেই তাঁর বার্তা, কোভিড প্রটোকল মেন সবাই যেন মাস্ক ব্যবহার করেন। আর বাড়ির কারও জ্বর বা সর্দি হলে যেন চিকিৎসকের পরামর্শ নেয়।