পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এবার দেওয়াল লিখনে কোরোনা প্রতিরোধের বার্তা গ্রামবাসীদের - দেওয়াল লিখনে কোরোনা প্রতিরোধের বার্তা

প্রশাসনের হাজার প্রচারেও যখন কাজ হচ্ছে না, তখন গ্রামবাসীরাই গ্রামের রাস্তায়, দেওয়ালে লিখলেন সচেতনতার বার্তা।

wall writing in East Bardhaman
দেওয়াল লিখন

By

Published : Apr 4, 2020, 4:44 PM IST

জামালপুর, 4 এপ্রিল: কোরোনা পরিস্থিতিতে পৌরসভার ভোট পিছিয়েছে অনির্দিষ্টকালের জন্য। না, সামনে অন্য কোনও নির্বাচনও নেই। তেমন কিছু ভাবার মতো পরিস্থিতিও নেই। তথাপি শুরু হয়ে গেল দেওয়াল লিখন। শুধু দেওয়ালেই নয়, পিচ রাস্তার উপর রং দিয়ে লেখা হচ্ছে জনসচেতনতামূলক একাধিক বার্তা। কোরোনা প্রতিরোধেই এই দেওয়াল লিখন। গ্রামবাসীরাই তাদের সহনাগরিকদের সুস্থ থাকার বার্তা দিচ্ছেন।

পূর্ব বর্ধমান জেলার জামালপুর এলাকার হিরণ্য গ্রামে গেলেই বিভিন্ন রাস্তায় ও দেয়ালে সচেতনতামূলক এমন বার্তা চোখে পড়বে। তবে, গ্রামবাসীদের একাংশ প্রথমটায় ঘাবড়ে গিয়েছিলেন। দূর থেকে দেওয়াল লিখন দেখে ভেবেছিলেন, তাহলে কি এর মধ্যে নির্বাচন! ভুল ভাঙে দেওয়াল ও রাস্তার লেখাগুলি পড়ার পর। সেখানে কোনও দেওয়ালে লেখা হয়েছে, "আতঙ্ক নয়, সতর্ক থাকুন। লকডাউন মেনে চলুন।" কোথায় বা লেখা রয়েছে, "লকডাউন মেনে চলুন। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন।" গ্রামের যাঁদের এই দেওয়াল লিখনের পরিকল্পনা তাঁদের বক্তব্য, কোনওভাবেই যাতে কেউ বাইরে বেরিয়ে আড্ডা না দেয়। তার জন্যই এই দেওয়াল লিখন।

পূর্ব বর্ধমানের রাস্তায় কোরোনা প্রতিরোধের বার্তা।

এমনিতে বর্ধমান শহরের বিভিন্ন এলাকায় মানুষকে সচেতন করতে হিমশিম খাচ্ছে পুলিশ । প্রশাসনের তরফে প্রচারও চালানো হচ্ছে, প্রয়োজন ছাড়া যেন কেউ বাইরে না বের হয়। তারপরও ছবিটা সেভাবে বদলাচ্ছে না। ফলে পুলিশকে রীতিমতো ধরপাকড় চালাতে হচ্ছে। সেখানে পূর্ব বর্ধমানের জামালপুরের হিরণ্য গ্রামের চিত্রটা অনেকটাই আলাদা। এখানকার গ্রামবাসীরা নিজেরাই উদ্যোগ নিয়ে কোরোনা প্রতিরোধে প্রচার শুরু করেছেন। দেওয়া লিখনে জানানো হয়েছে কীভাবে সুস্থ থাকা যাবে। লকডাউনে ঘরে থাকার বার্তাও দিচ্ছেন তাঁরা।

এক গ্রামবাসী সঞ্জীব পাল বলেন, "রাজনৈতিক উদ্দেশে নয়। গ্রামের মানুষ, ছোটো ছোটো ছেলেমেয়েরা আড্ডা মারে, খেলা করে। তারা যাতে কোনওভাবেই ঘর থেকে বের না হয়, কেউ যাতে আতঙ্কিত না হয়, সেই জন্যই এই উদ্যোগ নিয়েছি আমরা।"

ABOUT THE AUTHOR

...view details