পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Galsi Murder Case : শুনশান গলসির সন্তোষপুর, পুলিশি তল্লাশির ভয়ে পুরুষশূন্য গ্রাম - গলসির খবর

এখনও উত্তপ্ত গলসির সন্তোষপুর গ্রাম (Galsi Murder Case) ৷ শুরু হয়েছে পুলিশি তল্লাশি ৷ তার জেরেই গ্রামছাড়া একাধিক পুরুষ ৷

galsi murder issue
গলসির সন্তোষপুরে পুলিশি তল্লাশি

By

Published : Apr 5, 2022, 10:55 PM IST

গলসি, 5 এপ্রিল :পুলিশের সামনেই বাড়ি, গাড়ি এবং খড়ের পালুইয়ে আগুন ধরানো হয়েছে । ফলে আতঙ্কিত গলসির (Galsi News) লোয়া সন্তোষপুর গ্রামের বাসিন্দারা । পুরুষরা গ্রাম ছেড়ে চলে গিয়েছেন (No Men in Galsi Santoshpur for Police Search Operation) ৷ ইতিমধ্যেই এই ঘটনায় 31 জনকে গ্রেফতার করেছে পুলিশ ।

উৎপলের স্ত্রীকে নিয়ে মনোজের সঙ্গে ঝামেলা শুরু হলেও তাদের মধ্যে পুরোনো শত্রুতা ছিল বলে জানতে পেরেছে পুলিশ । তাই উৎপলবাবুকে পরিকল্পিতভাবে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ । ঘটনার দিন রাতে অচেনা নম্বর থেকে ফোন করে উৎপলকে ডেকে নিয়ে যাওয়া হয় । যাওয়ার সময় মনোজ তাঁর পথ আটকে মাথায় কুড়ুল দিয়ে আঘাত করে ।

পরে স্থানীয় একটি পুকুর পাড়ে উৎপলের রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ । এরপর ঘটনার জেরে গ্রামে উত্তেজনা ছড়ায় । ময়নাতদন্তের পরে মৃতদেহ গ্রামে ফিরতেই হাজার পাঁচেক গ্রামবাসী উত্তেজিত হয়ে মনোজ ও তার কাকা-জ্যাঠার বাড়ি-সহ তাদের খড়ের পালুই, গাড়ি ও ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয় । যা নিয়ে নতুন করে উত্তেজনা ছড়ায় । এরপরেই রাতভর চলে পুলিশি তল্লাশি । সারারাত অভিযান চালিয়ে পুলিশ 31 জনকে গ্রেফতার করেছে।

মৃতের আত্মীয় ভরত ঘোষ বলেন, উৎপলের দেহ গ্রামে ফিরতেই গ্রামবাসীরা উত্তেজিত হয়ে পড়ে । সেই সময় প্রায় হাজার পাঁচেক গ্রামবাসী ক্ষোভে ফেটে পড়ে । তাঁরা মনোজ ও তার আত্মীয়দের বাড়িতে আগুন ধরিয়ে দেয় । পুলিশের সামনেই এই আগুন ধরানোর ঘটনা ঘটে । যার জেরে গোটা গ্রাম পুরুষশূন্য । ফলে একটা আতঙ্কের পরিবেশ রয়েই গিয়েছে ।

আরও পড়ুন :Galsi Murder Case : গলসিতে স্ত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় স্বামীকে খুন, গ্রেফতার অভিযুক্ত

ABOUT THE AUTHOR

...view details