পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আদালতের লকআপে মিলছে না খাবার, বাড়ছে ক্ষোভ - আদালতের লক আপ

অনেক্ষণ খাবার না-খেয়ে কাটাতে হচ্ছে। পূর্ব বর্ধমান জেলা আদালতের লকআপে ধৃতদের জন্য খাবার দেওয়া হচ্ছে না। অথচ তাদের খাবার দেওয়ার জন্য অর্থ বরাদ্দ করা থাকে। ফলে ক্ষুব্ধ ধৃতরা।

no food for prisoners in east burdwan lockup for a long time
আদালতের লক আপে মিলছে না খাবার, বাড়ছে ক্ষোভ

By

Published : Jan 28, 2021, 6:00 PM IST

বর্ধমান, 28 জানুয়ারি : আইন অনুযায়ী ধৃতদের জন্য খাবার বরাদ্দ করা বাধ্যতামূলক। এই খাবার দেওয়ার জন্য বিচার বিভাগ অর্থ বরাদ্দ করে থাকে। কিন্তু এক মাসেরও বেশি সময় হতে চলল যেখানে পূর্ব বর্ধমান জেলা আদালতের লকআপে ধৃতদের জন্য খাবার দেওয়া হচ্ছে না। ফলে, সারাদিনের অনেক্ষণ সময় খাবার না-খেয়ে কাটাতে হচ্ছে। ফলে ধৃত ব্যক্তিদের মধ্যে ক্ষোভ দেখা দিচ্ছে।

জেলা আদালত সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন থানা থেকে ধৃতদের আদালতে নিয়ে আসা হয়। সেখানে সারাদিন ধরে যখন বিচার প্রক্রিয়া চলে, সেই সময় ধৃত ব্যক্তিদের যাতে দীর্ঘক্ষণ ধরে খালি পেটে থাকতে না-হয়, সেই কারণে তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে বিচার বিভাগ। এই খাবার দেওয়ার জন্য অর্থের সংস্থান করে বিচার বিভাগ। কিন্তু এক মাসেরও বেশি সময় ধরে আদালতের লকআপে খাবার দেওয়া হচ্ছে না। ফলে দীর্ঘক্ষণ ধরে ধৃত ব্যক্তিদের অভুক্ত অবস্থায় কাটাতে হচ্ছে। এ দিকে খাবার না-পেয়ে মাঝেমধ্যেই ক্ষোভে ফেটে পড়ছে ধৃত ব্যক্তিরা।

বর্ধমান বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সদন তা বলেন, আদালতে তোলার পর আদালতের লকআপে যে সব ব্যক্তি থাকে তাদের খাবার দেওয়া বাধ্যতামূলক। সেই খাবার দেওয়ার জন্য টাকা বরাদ্দ করা হয়ে থাকে। এ দিকে যে সংস্থা আদালতে খাবার সরবরাহ করে, সেই সংস্থার বিল বাকি আছে বলেই তারা খাবার সরবরাহ করছে না বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ট্যাবের টাকা ঢুকতেই ফের ডিজে বাজিয়ে উদ্দাম নাচ পড়ুয়াদের

জেলা আদালত সূত্রে খবর, বিষয়টি সিজেএমের মাধ্যমে জেলা জজের নজরে আনা হয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে, সমস্যা যাতে দ্রুত মিটিয়ে ফেলা যায় সেই ব্যবস্থা করা হচ্ছে।

ABOUT THE AUTHOR

...view details