বর্ধমান, 8 জানুয়ারি: বর্ধমান 2 ব্লকের বৈকুণ্ঠপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছেন দলেরই 8 জন পঞ্চায়েত সদস্য । এমনকী প্রধানের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে বর্ধমান 2 ব্লকের বিডিওকে চিঠিও দিয়েছেন পঞ্চায়েতের সদস্যরা । যদিও বিডিও জানিয়েছেন, নতুন পঞ্চায়েত গঠনের পর নির্দিষ্ট সময়সীমা পার না হওয়ায় এখনই অনাস্থা আনা যাবে না ।
বৈকুণ্ঠপুর 2 নম্বর পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েতের 12 জন সদস্যের মধ্যে 8 জন তৃণমূল সদস্যের পঞ্চায়েতের কাজকর্ম পরিচালনা নিয়ে প্রধানের সঙ্গে বেশ কিছুদিন ধরেই মনোমালিন্য চলছিল । এমনকী দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতিও হয় । বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হন পঞ্চায়েত প্রধান শর্মিলা মালিক । এর পরেই তাঁর বিরুদ্ধে অনাস্থা আনেন পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা ।