বর্ধমানে সাইবার ক্রাইম থানার উদ্বোধন - উদ্বোধন হল সাইবার ক্রাইম স্টেশন
পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে বর্ধমান পুলিশ সুপারের দপ্তরের সামনে সাইবার ক্রাইম পুলিশ স্টেশন এবং ট্রাফিক ইনস্পেক্টর রুমের উদ্বোধন হল । গতকাল ফিতে কেটে এই উদ্বোধন করেন IG রাজীব মিশ্র ।
সাইবার ক্রাইম পুলিশ স্টেশনের উদ্বোধন
পূর্ব বর্ধমান, 21 নভেম্বর : পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে বর্ধমান পুলিশ সুপারের দপ্তরের সামনে সাইবার ক্রাইম পুলিশ স্টেশন এবং ট্রাফিক ইনস্পেক্টর রুমের উদ্বোধন হল । গতকাল ফিতে কেটে এই উদ্বোধন করেন IG রাজীব মিশ্র । উপস্থিত ছিলেন DIG ভারত লাল মিনা, পুলিশ সুপার ভাস্কর মুখার্জি, DSP হেডকোয়ার্টার ও জেলা পুলিশের আধিকারিকরা।