পূর্ব বর্ধমানের 21টি এলাকা কনটেইনমেন্ট জ়োন
নতুন করে শুরু হতে চলেছে পূর্ব বর্ধমান জেলাতে লকডাউন পর্ব । বৃহস্পতিবার বিকাল পাঁচটা থেকে শুরু হচ্ছে কঠোরভাবে লকডাউন ।
বর্ধমান, 8 জুলাই : পূর্ব বর্ধমান জেলাতেও কনটেইনমেন্ট জ়োন নিয়ে কড়াকড়ি করতে চলেছে জেলা প্রশাসন । বৃহস্পতিবার বিকাল পাঁচটা থেকে শুরু হচ্ছে কঠোরভাবে লকডাউন । ইতিমধ্যেই জেলার 21 টি জায়গায় কনটেইনমেন্ট জ়োনকে শনাক্ত করে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে ।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে পূর্ব বর্ধমান জেলায় মোট 145 টি এলাকাকে কনটেইনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছিল । এরমধ্যে 124 টি এলাকা থেকে কনটেইনমেন্ট জ়োন তুলে নেওয়া হয়েছে ।
জেলা প্রশাসন জানিয়েছে, জেলার মধ্যে সবচেয়ে বেশি কনটেইনমেন্ট জ়োন রয়েছে বর্ধমান পৌরসভা এলাকায় । সেখানে কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা 7 টি । আউসগ্রাম 2 ব্লকে 1 টি, বর্ধমান 1 ব্লকে 1টি, বর্ধমান 2 ব্লকে 1টি, গলসি 1 ব্লকে 1টি, কাটোয়া পৌরসভা এলাকায় 1টি, খণ্ডঘোষ ব্লকে 1টি, মেমারি পৌরসভা এলাকায় 1, মেমারি 2 ব্লকে 3টি, পূর্বস্থলী 1 ব্লকে 1টি, পূর্বস্থলী 2 ব্লকে 1, রায়না 2 ব্লকে 1টি ও কালনা 1 ব্লকে 1টি কনটেইনমেন্ট জ়োন আছে ।
বর্ধমান পৌরসভা এলাকায় গোলাহাট এলাকা, লবণগোলা এলাকা, রাজগঞ্জ এলাকা, বড়নীলপুরের বটতলা এলাকা, রামকৃষ্ণ রোড এলাকা, শতাব্দী বাগ এলাকা, কাজিরহাট এলাকায় বৃহস্পতিবার বিকাল থেকে লকডাউন শুরু হবে ।
জেলা প্রশাসন জানিয়েছে ওই সব এলাকায় কোন দোকান খুলবে না । বুধবার বিষয়টি নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন আলোচনা করেছে ।