পূর্বস্থলী, 11 নভেম্বর:আগামী লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি প্রার্থী হতে চান ৷ শনিবার ফের এই কথা শোনা গেল ভাঙরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর মুখে ৷ শনিবার দুপুরে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর ছাতনীর ফুটবল মাঠে এক রক্তদান শিবিরে যোগ দেন তিনি। পরে নওশাদ জানান, লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়ে তাঁকে হারিয়ে দেবেন তিনি ৷
নওশাদ সিদ্দিকী এদিন বলেন,"2024 সালে লোকসভা ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমি লড়াই করব। সেখানে ডায়মন্ড হারবার মডেলের নামে সাধারণ মানুষকে শোষণ করা হচ্ছে । সেখানকার মানুষ আজ বঞ্চিত নিপীড়িত, নাদিয়াল হাসপাতাল থেকে শুরু করে 16 বিঘা বস্তি, মেটিয়াবুরুজের পোশাক কারখানার অবস্থা খুব খারাপ, রাস্তাঘাট অনুন্নত সবকিছু নিয়েই মানুষের মধ্যে একটা ক্ষোভ আছে। সেই কারণে আমার ইচ্ছা আমি এই লোকসভা কেন্দ্র থেকে লড়াই করব, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করে তাকে প্রাক্তন এমপি করে কালীঘাটে পৌঁছে দেব ।"
নওশাদ এদিন আরও অভিযোগ করেন, ডায়মন্ড হারবার লোকসভাকে যেভাবে মডেল করে দেশে তুলে ধরার চেষ্টা করা হয়েছে কিন্তু সেখানে যেভাবে মানুষকে শোষণ করা হয়েছে সেটা মানুষ ভালো চোখে দেখছে না। তাই সেখানে মানুষ পরিবর্তন চাইছে। তাঁর কটাক্ষ,"অভিষেক বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রের কথা বলছেন তার মুখে গণতান্ত্রিক কথা মানায় না। পঞ্চায়েত নির্বাচনে যারা গণতন্ত্রকে হত্যা করেছে তাদের মুখে আর যাই হোক গণতন্ত্রের কথা মানায় না। শুধু পঞ্চায়েত নির্বাচন নয় বিগত পুরসভা নির্বাচনে গণতন্ত্রকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে এবং গতকাল তিনি যে ব্লকে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় বড় গণতন্ত্রের কথা বলছিলেন সেই ব্লকেও কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল দখল করেছে ৷ সেখানেও বিরোধীশূন্য করা হয়েছে। অথচ তিনি বড় বড় গণতন্ত্রের কথা আওড়াচ্ছেন। ওনার হয়তো জানা নেই বিরোধীরা যত শক্তিশালী হবে গণতন্ত্র ততই সুরক্ষিত থাকবে। আমার বিশ্বাস জনগণ গণতান্ত্রিক প্রক্রিয়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিপক্ষে আমার পক্ষে ভোট দেবে।"