পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Awas Yojana: রয়েছে প্রাসাদোপম বাড়ি, তারপরেও আবাস যোজনার তালিকায় তৃণমূলের উপপ্রধানের নাম - name of tmc panchayat pradhan in awas yojana

দেখে মনে হবে পাঁচতারা কোনও হোটেল, বা সিনেমায় দেখানো প্রাসাদোপম বাড়ি ৷ কিন্তু আসলে এর কোনওটাই নয় ৷ এটা তৃণমূল পরিচালিত পঞ্চায়েত উপপ্রধানের বাড়ি ৷ এত বড় বাড়ির পরেও তাঁর পরিবারের সকল সদস্যদের নাম এসেছে আবাস যোজনার তালিকায়(Awas Yojana)৷ এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের, যারা খোদ তৃণমূল কর্মী ৷

Etv Bharat
আবাস যোজনার তালিকায় তৃণমূলের উপপ্রধান

By

Published : Dec 12, 2022, 9:31 PM IST

বিশাল বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনায় নাম তৃণমূলের উপপ্রধানের

খণ্ডঘোষ, 12 ডিসেম্বর:আবাস প্লাস প্রকল্পের জন্য সার্ভে করেছিল প্রশাসন । সার্ভের পর বাদ যায় কয়েক হাজার উপভোক্তার নাম। এবার সেই তালিকা ধরে উপভোক্তাদের বাড়ি-ঘর সংক্রান্ত সমস্তকিছু খতিয়ে দেখতে গিয়ে চোখ কপালে উঠল প্রশাসনের। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত উপপ্রধানের রয়েছে প্রাসাদসম বিশাল বাড়ি। অথচ তাঁর পরিবারের সকল সদস্যদের নাম রয়েছে আবাস যোজনার তালিকায় (Name of TMC Panchayat Members Family in Awas Yojana Beneficiary List Sparks Controversy) ৷ বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের শাঁকারি 1নং গ্রাম পঞ্চায়েত এলাকায় ।

সেখানকার উপপ্রধান জাহাঙ্গীর শেখ-সহ তাঁর স্ত্রী ও পরিবারের আরও তিনজনের নাম আবাস যোজনার প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ।তৃণমূলের ওই উপপ্রধান ধান ব্যবসায়ী হিসেবে পরিচিত । তাঁর চারতলা বাড়ি রয়েছে । এরপরেও তাঁদের নাম কীভাবে আবাস যোজনার তালিকায় নাম উঠেছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ।

আরও পড়ুন :আবাস যোজনার সমীক্ষায় বাড়ি বাড়ি ঘুরলেন নামখানার বিডিও

প্রশ্ন তুলেছেন খোদ তৃণমূলের এক সক্রিয় কর্মীই ৷ তাঁর কথায়, "আমি নিজে ঘর পাওয়ার জন্য আবেদন করেও তালিকাভুক্ত হতে পারিনি ৷ অথচ ওনার অত বড় বাড়ি থাকতেও তাঁর পরিবারের সকল সদস্যদের নাম এসেছে আবাস যোজনার তালিকায় ৷ আর যাদের সত্যিই দরকার তারা এত বছরেই ঘর পাচ্ছে না ৷ আমরা চাই যাদের প্রয়োজন তারা পাক ঘর ৷"

প্রশাসন সূত্রে জানা খবর, আবাস যোজনার তালিকার স্বচ্ছতা খতিয়ে দেখতে জেলার বিভিন্ন ব্লকে ব্লকে ঘুরছেন প্রশাসনের আধিকারিকরা। সেই তালিকায় দেখা গিয়েছে, যাদের বাড়ি ঘর নেই তাদের নাম তালিকায় নেই । অথচ দেখা যাচ্ছে খোদ পঞ্চায়েতের উপপ্রধান, যার নিজের চারতলা বাড়ি আছে তার আবাস যোজনার তালিকায় নাম আছে । তবে সেই সমস্ত নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানালেন গ্রাম পঞ্চায়েত প্রধান শিউলি খাঁ ৷ তাঁর কথায়, "আগে উপপ্রধান পঞ্চায়েত চালাতেন। তিনিই তালিকা তৈরি করেছিলেন। সেই তালিকায় তাঁর পরিবারের সকল সদস্যদের নাম আছে। তাদের চারতলা বাড়ি থাকা সত্ত্বেও আবার আবাস যোজনার তালিকায় নাম আছে। কীভাবে নাম উঠল জানি না।"

আরও পড়ুন :কংগ্রেস করার 'অপরাধে' জোটেনি সরকারি ঘর, প্রবীণ দম্পতির রাত কাটে মাটির দাওয়ায়

ABOUT THE AUTHOR

...view details