রায়না, 27 জুন : রহস্যজনকভাবে মৃত্যু হল দুই বোনের । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের রায়নার খালেরপুল এলাকায় ৷ মৃতদের নাম সুমি খাতুন (8) ও রুমি খাতুন (6) ।
মৃত শিশুদের কাকা জানান, দুই বোন বাড়িতেই ছিল । তাদের বাবা-মায়ের মধ্যে অশান্তি হওয়ায় মা বাপের বাড়িতে আছেন । ঠাকুমা তাদের দেখাশোনা করে ৷ ঠাকুমা সারাদিন একাই দোকান চালানোর ফলে তখন বাড়িতে ছিলেন না ৷ খবর পেয়ে এসে দেখি দুই বোন পড়ে আছে মাটিতে ৷ পাশে ইলেকট্রিকের তার কাটা অবস্থায় ঝুলছে ৷ হয়ত বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৷ খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের দুজনকে মৃত বলে ঘোষণা করেন ৷