পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

JU Student Death: 'ছেলেও আমার মতোই দোষীদের শাস্তি চায়,' দাবি যাদবপুরকাণ্ডে ধৃত জয়দীপের বাবার

Ex-Student Arrested in Jadavpur Student Death Case: যাদবপুরকাণ্ডে ধৃত জয়দীপ ঘোষের বাবার দাবি, ছেলে খুব পরোপকারী ও বোকা ৷ যাদবপুরের ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ নেই ৷ বরং তাঁর ছেলেও চান পড়ুয়ার মৃত্যুর ঘটনায় দোষীরা শাস্তি পাক ৷

Joydeep Ghosh father
যাদবপুরকাণ্ডে ধৃত জয়দীপ ঘোষের বাবা

By

Published : Aug 20, 2023, 2:01 PM IST

কেতুগ্রাম, 20 অগস্ট: যাদবপুরকাণ্ডে গ্রেফতার করা হয়েছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের কাঁদরার বাসিন্দা জয়দীপ ঘোষকে । মেধাবী ছাত্র হিসেবেই পরিচিত তিনি । এলাকায় যথেষ্ট সুনাম রয়েছে তাঁর । পরিবার ও এলাকাবাসীর দাবি, তিনি ঘটনার দিনে হস্টেলে ছিলেন না । ঘটনা ঘটে যাওয়ার পরে হাসপাতালে তিনি যাদবপুরের বাংলা বিভাগের প্রথম বর্ষের পড়ুয়াকে দেখতে যান । এমনকী দোষীরা শাস্তি পাক সেকথা বাড়িতেও জানিয়েছিলেন তিনি বলে দাবি তাঁর বাবার ৷ জয়দীপের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে ৷ এই অভিযোগেই পুলিশ তাঁকে গ্রেফতার করেছে ।

জয়দীপের বাবা বংশীলাল ঘোষ বলেন, "যাদবপুর থানা থেকে এখানে একটা নোটিশ পাঠায় । বিশেষ কিছু জানি না । ওঁ দু'দিন আগে বাড়িতে এসেছিল । চলে যাওয়ার পরে নোটিশটি আসে । জয়দীপকে হোয়াটসঅ্যাপে সেই নোটিশ পাঠিয়ে দিই । গতকাল সন্ধে নাগাদ থানায় গিয়েছিল সে ।" তাঁর কথায়, জয়দীপ খুব পরোপকারী ও বোকা ধরনের ছেলে । 2021 সালে তাঁর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পড়া শেষ হয় । এরপর বিশ্ববিদ্যালয়ের কাছে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তিনি । টিউশন পড়াতেন জয়দীপ ।

বংশীলাল ঘোষ বলেন, "সে হস্টেলে ছিল কি না সেটার তো ফুটেজ আছে । যা শুনলাম পুলিশের কাজে বাধা দেওয়ার জন্য তাঁকে গ্রেফতার করা হয়েছে । জয়দীপের সঙ্গে যাদবপুরের ঘটনার কোনও যোগ নেই । তাঁর বিরুদ্ধে একটাই অভিযোগ পুলিশের কাজে বাধা দিয়েছে । তবে যাদবপুরকাণ্ডে দোষীরা শাস্তি পাক সেটা আমি যেমন চাই, আমার ছেলে জয়দীপও চায় ।"

আরও পড়ুন:রাজনৈতিক পরিচয় ভাঙিয়ে বিশ্ববিদ্যালয়ের অন্দরে অবাধ রাজত্ব চলত যাদবপুরকাণ্ডে ধৃত জয়দীপের

জানা গিয়েছে, বিশ্বভারতী থেকে পাশ করার পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্কের বিষয় নিয়ে পড়াশোনা শুরু করেন জয়দীপ । 2021 সালে সেখান থেকে পাশ করে যান তিনি । এরপরে তিনি বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি কোনও জায়গায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন । 9 অগস্ট ঘটনার পরে জয়দীপ কেতুগ্রামের বাড়িতে চলে আসেন । যাদবপুরের ছাত্রের মৃত্যুর তদন্তে নেমে পুলিশ জানতে পারে ঘটনার দিন পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন জয়দীপ । এরপর পুলিশ তাঁর নামে নোটিশ পাঠায় । তবে তাঁর মতো পরোপকারী ছেলে এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে না বলেই গ্রামবাসী থেকে পরিবারের দাবি । পরিবার থেকে বন্ধুবান্ধব সকলেই বলছেন, ঘটনার দিনে তো জয়দীপ হস্টেলেই ছিলেন না । আর পুলিশের কাজে বাধা দেওয়ার যে অভিযোগ উঠছে, তা তদন্ত করে দেখা হোক।

আরও পড়ুন:ছাত্র মৃত্যুর ঘটনায় গ্রেফতার শান্তশিষ্ট নাসিম ছিলেন 'গ্রামের গর্ব' !

প্রতিবেশী সুপ্রিয় চট্টোপাধ্যায়ের কথায়, এমনিতে জয়দীপ ভালো ছেলে । কোনদিন কোন খারাপ কাজ করতে দেখিনি । যাদবপুরে কী ঘটেছে জানি না, তবে র‍্যাগিং বন্ধ হওয়াই ভালো ।

জয়দীপের বন্ধু শুভ্রনীল দত্ত বলেন, "খুব শান্ত স্বভাবের পরোপকারী ছেলে ওঁ । কোভিডের সময় পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে তাঁদের সাহায্য করেছে । যাদবপুরে গরিব মানুষদের জন্য যে ক্যান্টিন চালানো হয়েছিল সেখানেও জয়দীপ ছিল । তবে বিগত দু'বছর ধরে সে হস্টেলে থাকতো না বলেই আমি জানি । ঘটনার দিন রাতেও তো জয়দীপ হস্টেলে ছিল না । পরে হাসপাতালে যায় সে । ওঁকে যতটুকু চিনি মানবিকতার খাতিরেই সে হাসপাতালে গিয়েছিল । তবে আমার বন্ধু জয়দীপ যদি দোষী প্রমাণিত হয় তাহলে আইনত যা ব্যবস্থা নেওয়া উচিত সেটা হোক ।"

ABOUT THE AUTHOR

...view details