পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাটির বাড়ি চাপা পড়ে নাবালিকা-সহ মৃত 3, উত্তেজনা মঙ্গলকোটে - 3 dies in house collapse incident

গতরাতে মাটির দোতলা বাড়ি চাপা পড়ে মঙ্গলকোটে মৃত তিন ৷ পরে মৃতদেহ নিয়ে যেতে চাইলে পুলিশকে বাধা গ্রামবাসীদের ৷

মাটির বাড়ি চাপা পড়ে নাবালিকাসহ মৃত 3
মাটির বাড়ি চাপা পড়ে নাবালিকাসহ মৃত 3

By

Published : Aug 28, 2020, 3:19 PM IST

মঙ্গলকোট, 28 অগাস্ট : টানা বৃষ্টির জেরে মাটির দোতলা বাড়ি চাপা পড়ে নাবালিকা-সহ মৃত্যু হল তিনজনের ৷ পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের গোবর্ধনপুর এলাকার ঘটনা ৷

গ্রামবাসীরা জানাচ্ছেন, কয়েকদিন ধরে টানা বৃষ্টির জেরে মাটির বাড়ির ক্ষতি হচ্ছিল । গতরাতে দুর্ঘটনাটি ঘটে ৷ বাড়ির দোতলায় মেয়ে ও নাতিকে নিয়ে ঘুমোচ্ছিলেন টগরা বিবি । পাশে ছিল তাঁর আরও দু'জন নাতি ও নাতনি ৷ গভীর রাতের দিকে দোতলা ওই মাটির বাড়ির উপরের অংশ ভেঙে পড়ে । ঘটনায় টগরা বিবি (65), তাঁর মেয়ে বুড়ি বিবি (45) এবং এক নাতিনি সাইফুন্নেসা খাতুন (12) তিনজন মাটির নিচে চাপা পড়ে যায় । বাকি দু'জন অবশ্য প্রাণে বেঁচে গেছে ৷ তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে ৷

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় মঙ্গলকোট থানার পুলিশ । কিন্তু গ্রামবাসীরা পুলিশকে মৃতদেহ তুলে নিয়ে যেতে বাধা দেয় । তারা জানায়, যখন তিনজনকে উদ্ধার করা হয়েছে তার অনেক আগেই তারা মারা গেছে । গ্রামবাসীরা পুলিশকে জানিয়ে দেয় কোনও ভাবেই দেহ তিনটির ময়নাতদন্ত করতে দেওয়া হবে না ৷ এই নিয়ে উভয়পক্ষের মধ্যে বচসা বেধে যায় । অন্যদিকে মৃতদেহগুলিকে কবর দেওয়ার প্রস্তুতিও শুরু করে দেয় গ্রামবাসীরা ।

ABOUT THE AUTHOR

...view details