পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jun 18, 2021, 7:18 PM IST

ETV Bharat / state

খণ্ডঘোষে মা ও ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে মা ও ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার ৷ মৃতার স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে খুনের অভিযোগ ৷ পলাতক অভিযুক্তরা ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷

mother son hanged bodies recover in Khandaghosh
খণ্ডঘোষে মা ও ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

খণ্ডঘোষ, 18 জুন : স্ত্রী ও নাবালক ছেলেকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ৷ ঘটনায় ওই ব্য়ক্তির বাবাও জড়িত রয়েছে বলে অভিযোগ ৷ পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানা এলাকার অমরপুর গ্রামের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ৷

কীভাবে এই দু’জনের মৃত্যু হল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে খণ্ডঘোষ থানার পুলিশ ৷ তবে তাদের প্রাথমিক অনুমান, এটি খুন ও আত্মহত্যার ঘটনা হতে পারে ৷ অর্থাৎ, মহিলা হয়তো নিজেই ছেলেকে খুন করে আত্মঘাতী হয়েছেন ৷ একইসঙ্গে উঠেছে জোড়া খুনের অভিযোগও ৷ সবটাই খতিয়ে দেখছে পুলিশ ৷ ঘটনার পর থেকেই মৃতার স্বামী ও শ্বশুর, শাশুড়ি পলাতক ৷

পুলিশ সূত্রে খবর, মৃতা বধূর নাম সুষমা মালিক (25) ৷ মৃত্য়ু হয়েছে তাঁর ছেলে মহাদেব মালিকেরও (7) ৷ দু’টি দেহই ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্য়াল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ৷ রিপোর্ট আসার পরই মৃত্য়ুর আসল কারণ জানা যাবে ৷ তবে শেষ খবর অনুযায়ী, মৃতার বাড়ির তরফে কেউ কোনও অভিযোগ দায়ের করেনি ৷

আরও পড়ুন :দেওর-বৌদির ঝুলন্ত দেহ উদ্ধার হেমতাবাদে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে সুষমা ও তাঁর ছেলের দেহ উদ্ধার হয় ৷ আত্মীদের মারফত সেই খবর পান সুষমার বাপের বাড়ির লোকেরা ৷ মাঝরাতে তাঁরা খণ্ডঘোষে সুষমার শ্বশুরবাড়িতে এসে দেখেন, সুষমা ও তাঁর ছেলের দেহ মাটিতে শোয়ানো আছে ৷ সুষমার স্বামী তাঁদের জানান, তাঁর স্ত্রী ছেলেকে খুন করে নিজে আত্মঘাতী হয়েছেন ৷ অভিযোগ, এরপরই কোনও এক সময় সুষমার স্বামী সেখান থেকে চম্পট দেন ৷

শুক্রবার বর্ধমান মেডিক্য়াল কলেজের মর্গে দাঁড়িয়ে সুষমার পরিবারের লোকজন অভিযোগ করেন, সুষমা ও তাঁর ছেলেকে খুন করে ঝুলিয়ে দিয়েছেন তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা ৷ সেই কারণেই পালিয়ে বেড়াচ্ছেন তাঁরা ৷

আরও পড়ুন :ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, মাধ্যমিক পরীক্ষা বাতিল হওয়ায় আত্মঘাতী, দাবি পরিবারের

এসডিপিও (দক্ষিণ) আমিনুল ইসলাম খান এই প্রসঙ্গে বলেন, ‘‘প্রাথমিকভাবে জানা গিয়েছে, এটি আত্মহত্যার ঘটনা ৷ তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ৷ যদিও সুষমার পরিবার এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করেনি ৷ পরিবারের সদস্যরা যদি কোনও অভিযোগ করেন, তাহলে সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে ৷’’

ABOUT THE AUTHOR

...view details