বর্ধমান, 2 জুন: ট্রেনেই সন্তানের জন্ম দিলেন মা ৷ বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বর্ধমান স্টেশনে ৷ চিকিৎসকরা জানিয়েছেন, মা ও সদ্যোজাত দু'জনেই এখন সুস্থ ৷ রেলসূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুরের বাসিন্দা টেরেসা হাঁসদা স্বামী রুবিন মান্ডির সঙ্গে কেরল থেকে বাড়ি ফিরছিলেন ৷ তাঁরা তিরুবনন্তপুর-শিলচর এক্সপ্রেসে ছিলেন । সে সময় তিনি সন্তানের জন্ম দেন।
ট্রেনের মধ্যেই হঠাৎ তাঁর প্রসব বেদনা ওঠে ৷ সঙ্গে সঙ্গে রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ঘটনাটির কথা জানান স্বামী ৷ ট্রেনটি বর্ধমান স্টেশনে ঢুকতেই রেল কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ করা হয় ৷ চিকিৎসক ও নার্সরা ওই ট্রেনের এস-12 কামরায় মহিলার কাছে পৌঁছে যান ৷ কামরাতেই জন্ম হয় সদ্যোজাতর ৷
সূত্রে জানা গিয়েছে, রুবিন মান্ডি ও তাঁর স্ত্রী কেরলে রাজমিস্ত্রীর জোগাড়ের কাজ করতে গিয়েছিলেন ৷ রুবিন মান্ডির স্ত্রী সন্তানসম্ভবা হলে তাঁরা হাতে সময় থাকতে থাকতে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন ৷ তবে সময়মতো ট্রেনের টিকিট পাননি রুবিন ৷ এদিকে স্ত্রীর প্রসবের দিনও এগিয়ে আসে ৷ শেষমেশ টিকিট পেলেও সমস্যার মুখোমুখি হতে হল দম্পতিকে ৷