ভাতার, 27 নভেম্বর : ঘরের একদিকে পড়ে মেয়ের দেহ ৷ অন্যদিকে ঝুলন্ত অবস্থায় মায়ের দেহ ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানে ভাতারের হরিপুর গ্রামে (Mother allegedly killed her girl child and committed suicide) ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভাতার থানার পুলিশ ৷ দেহ দু'টি উদ্ধার করে নিয়ে যায় । পুলিশ জানিয়েছে মৃত বধূর নাম চন্দনা ঘাটোয়াল (19) ও তাঁর মেয়ে নন্দিনী ঘাটোয়াল, যার বয়স দেড় বছর ৷ পুলিশের প্রাথমিক অনুমান মেয়েকে শ্বাসরোধ করে খুন করে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই গৃহবধূ । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর তিনেক আগে প্রেম করে হরিপুর পূরণদিঘি পাড়ের বাসিন্দা সঞ্জীব ঘাটোয়ালের সঙ্গে চন্দনার বিয়ে হয়েছিল । চন্দনার বাপের বাড়ি আউশগ্রাম এলাকায় ।সঞ্জীব দিনমজুরি করে সংসার চালায় ।