ভাতার, 22 মে: বিধায়ক মানগোবিন্দ অধিকারীর হাত ধরে রবিবার ভাতারে বিজেপি দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন 25 জন নেতা-সহ শতাধিক কর্মী । সবাইকে একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন তৃণমূল বিধায়ক । প্রসঙ্গত, ভাতারে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল নিয়ে এমনিতেই বিব্রত দলীয় নেতৃত্ব। এমনকী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রার দিনেও গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে । যা নিয়ে দু'পক্ষকেই সতর্ক করে দল। যদিও দলে কোনও কোন্দল নেই বলেই দাবি বিধায়ক গোষ্ঠীর । আর এই বিতর্কের মাঝেই শাসকদলে যোগদান শতাধিক গেরুয়া শিবিরের কর্মীদের ৷
তৃণমূলের দলীয় সূত্রে জানা গিয়েছে, ভাতার ব্লকের কাশীপুর গ্রামের যারা বিজেপির কর্মী সমর্থক ছিলেন ৷ তাঁরা তৃণমূল কংগ্রেসের কাজকর্ম দেখে উদ্বুদ্ধ হয়ে শাসকদলে যোগ দেওয়ার আবেদন করেছিলেন । তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে নিজেদের সামিল করতে চায় বলে জানান । তারপরেই এ দিন ভাতার ব্লক যুব মোর্চার সভাপতি ঝন্টু শীলের নেতৃত্বে শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেন ।
তৃণমূল নেতৃত্বের দাবি, দলের মধ্যে কেউ কেউ গোষ্ঠীকোন্দলের ধুয়ো তুলে দলকে বিপাকে ফেলতে চাইছে । অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিয়ে গিয়েছেন যারা দলে থেকে দলের ক্ষতি করার চেষ্টা করবেন তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে । তাদের দলের কর্মীরা শুধু সাধারণ মানুষের কাছেই নয় বিরোধী দলের নেতা কর্মীদেরও বোঝানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস কীভাবে কাজ করছে । সেই কারণেই পঞ্চায়েতের আগে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য অনেকেই মুখিয়ে আছে । এটা দলের সাফল্য বলে দাবি করা হয় শাসকদলের তরফে । এ দিন ভাতার ব্লক পূর্ণাঙ্গ অঞ্চল কমিটি ঘোষণা করা হয় ।