বর্ধমান, 15 সেপ্টেম্বর : পটনা থেকে কয়েকশো টিয়া পাখি এনে পাচার করতে গিয়ে ধরা পড়ল দুই জন । বন দপ্তর 524 টি টিয়া পাখি উদ্ধার করেছে । বন দপ্তর ও ওয়াইল্ড লাইফ কন্ট্রোলের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান চালিয়ে বিপুল সংখ্যক টিয়া পাখি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বন দপ্তরের DFO দেবাশিস শর্মা ।
টিয়া পাখি পাচার করতে গিয়ে ধৃত দুই - parrot poaching
বন দপ্তর ও ওয়াইল্ড লাইফ কন্ট্রোলের যৌথ অভিযানে বর্ধমানের নবাবহাট থেকে উদ্ধার 524 টি টিয়া ৷ গ্রেপ্তার 2 ৷
![টিয়া পাখি পাচার করতে গিয়ে ধৃত দুই](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4443530-thumbnail-3x2-parrot.jpg)
টিয়া উদ্ধার
খবর ছিল, বিহারের পটনা থেকে বাসে প্রচুর সংখ্যক টিয়া পাখি বর্ধমান আনা হচ্ছে পাচারের জন্য । সেই মতো অভিযান চালিয়ে বর্ধমানের নবাবহাট বাস স্ট্যান্ড থেকে 524 টি দেশীয় পেরাকিট প্রজাতির টিয়া উদ্ধার করা হয় । এই ঘটনায় জড়িত বর্ধমানের বাজেপ্রতাপপুর এলাকার বাসিন্দা শেখ আখতার ও বৈশাখি মহম্মদকে গ্রেপ্তার করা হয়েছে ।
এখন বিভিন্ন প্রজাতির টিয়া পাখি পাচার করা আইনত অপরাধ । এই অপরাধের শাস্তি রয়েছে 3- 7 বছরের জেল ৷ সেই সঙ্গে আর্থিক জরিমানাও ৷
Last Updated : Sep 15, 2019, 6:43 AM IST