বর্ধমান, 31 অগাস্ট : কোরোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার 80% ছাড়াল পূর্ব বর্ধমান জেলায় । গতরাত পর্যন্ত সুস্থতার হার ছিল 84.06% । ইতিমধ্যেই জেলার কোরোনা হাসপাতাল থেকে 2 হাজার 95 জনকে ছুটি দেওয়া হয়েছে । গত 24 ঘন্টায় জেলাজুড়ে নতুন করে 42 জন আক্রান্ত হয়েছে । 355 জনের চিকিৎসা চলছে । জেলায় কোরোনায় আক্রান্ত হয়ে 42 জনের মৃত্যু হয়েছে । গত 24 ঘন্টায় কারও মৃত্যু হয়নি ।
কোরোনা আক্রান্ত আরও 42, পূর্ব বর্ধমানে সুস্থতার হার 84% - কোরোনা সংক্রমণ
এখনও পর্যন্ত জেলায় 2 হাজার 492 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন । এর মধ্যে গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 42 জন ।
এখনও পর্যন্ত জেলায় 2 হাজার 492 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন । এর মধ্যে গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 42 জন । আক্রান্তদের মধ্যে বর্ধমান পৌরসভা এলাকার 13 জন, কালনা পৌরসভা এলাকার 1 জন, গুসকরা পৌরসভা এলাকার 2, মেমারি পৌরসভা এলাকার 6, ভাতার ব্লকের 10, বর্ধমান 2 ব্লকের 1 জন, গলসি 1 ব্লকের 1 জন, কালনা 1 ব্লকের 1 জন, কালনা 2 ব্লকের 3 জন, মন্তেশ্বর ব্লকের 2 জন, মেমারি 1 ব্লকের 1 জন ও রায়না 2 ব্লকের 1 জন রয়েছেন ।
জেলা প্রশাসনের দেওয়া বুলেটিনে জানানো হয়েছে, নতুন করে আক্রান্তদের মধ্যে 2 জন পরিযায়ী শ্রমিক আছেন । তবে 7 জনের দেহে কোরোনার উপসর্গ পাওয়া গেছে । বাকি 35 জনের কোনও উপসর্গ দেখা যায়নি ।একজন ভিন জেলা থেকে এবং আরও একজন ভিনরাজ্য থেকে ফিরে আক্রান্ত হয়েছেন । 32 জনের কোনও কেস হিস্ট্রি পাওয়া যায়নি ।