পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হিমাচল প্রদেশের মাউন্ট ইউনাম জয় মেমারির যুবকের

হিমাচল প্রদেশের মাউন্ট ইউনাম পর্বত, যার উচ্চতা 6 হাজার 111 মিটার ৷ ওই পর্বতশৃঙ্গ জয় করলেন বর্ধমানের মেমারির বাসিন্দা মহম্মদ নুরসরিফ নওয়াজ ৷ 24 জুলাই 10 জনের পর্বতারোহীদের একটি দল মাউন্ট ইউনাম পর্বত জয় করে ৷ ওই দলের সঙ্গেই ছিলেন মহম্মদ নুরসরিফ নওয়াজ ৷

Mohammad Nursarif Nawaz Touch The Pick of Mount Yunam in Himachal Pradesh
হিমাচল প্রদেশের মাউন্ট ইউনাম জয় মেমারির মহম্মদ নুরসরিফ নওয়াজ’র

By

Published : Jul 28, 2021, 8:38 PM IST

মেমারি, 28 জুলাই : মাউন্ট ইউনাম পর্বতের শিখর ছুঁলেন বর্ধমানের মেমারির বাসিন্দা মহম্মদ নুরসরিফ নওয়াজ । এই খবর আসতেই খুশিতে মেতে উঠেছে তাঁর পরিবার থেকে আত্মীয় পরিজন এবং অন্য পরিচিতরা ৷ বর্ধমানের মেমারি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের আজাদনগর এলাকার বাসিন্দা মহম্মদ নুরসরিফ নওয়াজ । তিনি পেশায় ইঞ্জিনিয়ার। একটা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন ।

হিমাচল প্রদেশের মাউন্ট ইউনাম পর্বত, যার উচ্চতা 6 হাজার 111 মিটার ৷ মেমারির বাসিন্দা মহম্মদ নুরসরিফ নওয়াজ 16 জুলাই ইউনাম পর্বত অভিযানে বের হন । তিনি হাওড়ার এভারেস্ট জয়ী পর্বতারোহী মলয় মুখোপাধ্যায়ের দলের সঙ্গে এই অভিযানে অংশ নিয়েছিলেন । ওই দলে মোট 20 জন পর্বতারোহী ছিলেন । অভিযানে বেরিয়ে 21 জুলাই দলটি ভরতপুর 1নং বেস ক্যাম্পে পৌঁছায় । পরেরদিন আবহাওয়া খুব খারাপ থাকায় অভিযান বন্ধ রাখেন পর্বতারোহী দলটি । এর পর 23 জুলাই অভিযান শুরু করে, ভরতপুরের মুখ্য বেস ক্যাম্পে পৌঁছে যান মহম্মদ নুরসরিফ নওয়াজরা ৷

হিমাচল প্রদেশের মাউন্ট ইউনাম জয় মেমারির মহম্মদ নুরসরিফ নওয়াজ’র

আরও পড়ুন : সোনারপুরে কোভিড যুদ্ধে সামিল পর্বতারোহীরা

জানা গিয়েছে, এই অভিযান চলাকালীন ওই 20 জনের দলের মধ্যে দশ জন পর্বতারোহী অসুস্থ হয়ে পড়েছিলেন । তাঁদের বেস ক্যাম্পে রেখে দিয়ে বাকিরা মাউন্ট ইউনাম জয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন । 24 জুলাই তাঁরা পৌঁছে মাউন্ট ইউনাম পর্বতের শিখরে পৌঁছান । মাউন্ড ইউনামে শিখরে পৌঁছে একটি ভিডিয়ো শুট করেন মহম্মদ নুরসরিফ নওয়াজ ৷ যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘এখানে অক্সিজেন লেভেল খুবই কম । ফলে কিছুটা হলেও কষ্ট হচ্ছে ৷ তবে ইউনাম পর্বত জয় করার চেয়ে আনন্দের আর কিছু নেই ৷’’

ABOUT THE AUTHOR

...view details