পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Burdwan Municipality: খোঁজ মিলল বর্ধমান পৌরসভার হারিয়ে যাওয়া 4টি রোড রোলারের, নবান্নে রিপোর্ট জমা - নবান্ন

সবার চোখকে ফাঁকি দিয়ে গায়েব হয়ে যাওয়া বর্ধমান পৌরসভার চারটি রোড রোলারের হদিশ মিলল খোলা মাঠে ৷ বর্ধমান পৌরসভার 24নং ওয়ার্ডের কাঞ্চননগরে সেগুলি পাওয়া গিয়েছে ৷ কীভাবে নিঁখোজ হয়ে গেছিল সেগুলি ? তা জানতে তদন্ত করা হবে বলে জানিয়েছে পৌরসভার মুখ্য প্রশাসক ৷

Missing Four Road Rollers of Burdwan Municipality Found in a Ground of kanchannagar
খোঁজ মিলল বর্ধমান পৌরসভার হারিয়ে যাওয়া 4টি রোড রোলারের, নবান্নে রিপোর্ট জমা

By

Published : Nov 2, 2021, 1:09 PM IST

পূর্ব বর্ধমান, 2 নভেম্বর : বেশ কয়েকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না রাস্তা তৈরির জন্য ব্যবহার হওয়া বর্ধমান পৌরসভার চারটে রোড রোলার ৷ সোমবার সেই চারটে রোলারের খোঁজ মিলেছে পৌরসভার 24 নং ওয়ার্ডের কাঞ্চননগর এলাকায় ৷ ওই এলাকায় বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের বাড়ি ৷ তবে, কে বা কারা সেখানে রোড রোলারগুলি নিয়ে গিয়ে রেখেছিল, তা নিয়ে ধন্দে পড়েছে পৌরসভা ৷ ইতিমধ্যেই, বিষয়টি জানিয়ে বর্ধমান পৌরসভার তরফে নবান্নে চিঠি পাঠানো হয়েছে ৷ পৌরসভা সূত্রে খবর, নবান্ন নির্দেশ দিলেই কমিটি গঠন করে তদন্ত শুরু করবে বর্ধমান পৌরসভা ৷

স্থানীয় ও বর্ধমান পৌরসভা সূত্রে জানা গিয়েছে, বর্ধমান পৌরসভার 24 নং ওয়ার্ডের কাঞ্চননগর দীনদাস হাইস্কুলের পিছনে বেশ কিছুদিন ধরে পড়ে আছে চারটে রাস্তা তৈরির রোলার ও পিচ মেসিন ৷ অন্যদিকে, রোলার হারিয়ে যাওয়ার পরেও বর্ধমান পৌরসভার তরফে বর্ধমান থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি ৷ গত অগস্ট মাস থেকে তৃণমূল চলতি পুরবোর্ড দায়িত্ব নেওয়ার পর থেকে পৌরসভার বিভিন্ন এলাকায় রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছে ৷ কিন্তু, তার পর থেকেই চারটি রোড রোলার ও একটি মিক্সচার মেসিনের খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে পৌরসভা সূত্রে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : Odisha Police : এক বছরেই ডাক্তার ! ভুয়ো প্রশিক্ষণকেন্দ্রের খোঁজে কলকাতায় ওড়িশা পুলিশ

এর পরেই আজ 24 নং ওয়ার্ডের একটা মাঠে চারটি রোড রোলারকে পাশাপাশি রাখা আছে বলে জানা যায় ৷ পৌরসভা সূত্রে বলা হয়েছে, কে বা কারা সেখানে রোলার নিয়ে গিয়ে রেখেছে, সেটা পুলিশ তদন্ত করে দেখবে ৷ তবে, বিষয়টি নিয়ে পুলিশের কাছে কোনও অভিযোগ করা হয়নি ৷ হঠাৎ করে চারটি রোড রোলার হারিয়ে গেল এবং শেষে খোলা মাঠে সেগুলি পড়ে রয়েছে ৷ এর পিছনে কোনও চক্রান্ত কাজ করছে কি না, তা নিয়ে পুর কর্তৃপক্ষের মনে সন্দেহ দেখা দিয়েছে ৷

আরও পড়ুন : South-Eastern Railway : দীপাবলির পরই বাড়ছে দক্ষিণ-পূর্ব রেলের লোকাল ট্রেনের সংখ্যা

বর্ধমান পৌরসভার প্রশাসক প্রণব চট্টোপাধ্যায় বলেন, ‘‘চারটে রোলারের খবর আমরা পেয়েছি ৷ একটা মাঠের মধ্যে চারটে রোলার দাঁড় করানো আছে ৷ আমি স্টোরকে খবর দিয়েছি ৷ যাঁদের কাছে রোলার তাঁদের ফাইল আনতে বলেছি ৷ সম্ভবত এগুলি আমাদেরই ৷ তাই রোলারগুলি স্টোরে নিয়ে আসতে বলা হয়েছে ৷ রোলারগুলিকে আমরা আগে স্টোরে নিয়ে আসব ৷ এই রোলারগুলি যেভাবে স্টোর থেকে বেরিয়ে ছিল, সেটাক অনৈতিকভাবে বেরিয়েছিল ৷ আমরা তার যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য, যে পদ্ধতি অনুসরণ করা উচিত সেটা শুরু করেছি ৷ এটা তদন্ত কমিটির হাতে ছেড়ে দেওয়া হবে ৷ পুরো বিষয়টা নবান্নে পাঠানো হয়েছে ৷ তারা সেখান থেকে নির্দেশ দিলেই আমরা তদন্ত কমিটি গঠন করব ৷’’

ABOUT THE AUTHOR

...view details