পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মোবাইল গেম আসক্তি ! 10দিন পর উদ্ধার মেমারির কিশোরের দেহাংশ

ফ্রি ফায়ার মোবাইল গেমটি নিয়ে ইতিমধ্যেই বিতর্ক রয়েছে । মনে করা হচ্ছে, এই গেমেরই আর একজন শিকার শুভ । ভটা হরিদাস কর বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল । এক সপ্তাহের বেশি সময় ধরে সে নিখোঁজ ছিল । গতদুপুরে তার দেহাংশ উদ্ধার হয় নদীর পাড় থেকে । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের মেমারি থানার করন্দা গ্রামে ।

missing boy found
missing boy found

By

Published : May 29, 2020, 9:38 AM IST

মেমারি, 29মে : করন্দা গ্রামে নদীর পাড়ে উদ্ধার এক কিশোরের মৃতদেহ । আসলে দেহের অংশ । কারণ ততক্ষণে পচন ধরেছে । নষ্ট হয়ে গেছে দেহের বেশিরভাগটাই । প্রায় 10দিন নিখোঁজ ছিল শুভ মণ্ডল । সম্প্রতি একটি মোবাইল গেমের প্রতি সে আসক্ত হয়ে পড়ে ।

কয়েকদিন মোবাইল গেমটি খেলতে না পারায় মানসিক শান্তিতে ছিল না শুভ । এরপর একদিন বাড়ি থেকে বেরিয়ে যায় । তারপর আর বাড়ি ফেরেনি সে ।

ফ্রি ফায়ার মোবাইল গেমটি নিয়ে ইতিমধ্যেই বিতর্ক রয়েছে । মনে করা হচ্ছে, এই গেমেরই আর একজন শিকার শুভ । ভটা হরিদাস কর বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল । এক সপ্তাহের বেশি সময় ধরে সে নিখোঁজ ছিল । গতদুপুরে তার দেহাংশ উদ্ধার হয় নদীর পাড় থেকে । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের মেমারি থানার করন্দা গ্রামে ।

শুভর বাবা বেঙ্গালুরুতে কাজ করেন । পেশায় রংমিস্ত্রি । মা পরিচারিকার কাজ করেন । শুভ থাকত দাদু-দিদমার কাছেই । লকডাউনে স্কুল বন্ধ । প্রথমে একাকিত্ব এবং তারপর মোবাইল গেম । একসময় মোবাইল গেমে আসক্ত হয়ে পড়ে । তার মোবাইলে ফ্রি ফায়ার গেমটি হ্যাক হয়েছিল । তাই এই গেম না খেলতে পেরে দিশেহারা হয়ে পড়ে শুভ বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা । তাঁদের অভিযোগ, ঝাড়গ্রামের কৌশিক মণ্ডল তাকে এই পাসওয়ার্ড জোগাড় করে দেওয়ার প্রলোভন দেখায় । এরপর শুভকে একা একা আসতে বলা হয় । 17মে বাড়ি থেকে বেরিয়ে যায় শুভ ।

আর বাড়ি ফেরেনি । কোনও খোঁজ না পাওয়ায় পরিবারের তরফে থানায় নিখোঁজ ডায়েরি করা হয় । পুলিশ কৌশিক এবং তার সূত্র ধরে অন্য এক বন্ধুকে জিজ্ঞাসাবাদ করে । এক ট্রাক্টর চালক জানান শুভকে মোবাইল নিয়ে চণ্ডীপুর গ্রামে দেখা গিয়েছিল । সে একটি লাল স্করপিও গাড়িতে ওঠে ।

ইতিমধ্যে স্থানীয়রা বাঁকা নদীসহ নানা জায়গায় খোঁজা শুরু করেন । তল্লাশি চালায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরও । এইদিন করন্দা গ্রামে কানা নদীর পাড় থেকে তার দেহাংশ মেলে । প্যান্ট ও গেঞ্জি দেখে তাকে শনাক্ত করে পরিবারের সদস্যরা । ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা । স্থানীয়রা হতবাক ।

কিন্তু কীভাবে মৃত্যু হল শুভর । কে বা কারা এই খুনের সঙ্গে যুক্ত তা এখনও ধোঁয়াশাই । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ঘটনার তদন্ত করছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details