পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Inner Clash: গভীর রাতে বর্ধমান স্টেশন চত্বরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা, কারণ নিয়ে ধোঁয়াশা - স্টেশন চত্বরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

গভীর রাতে বর্ধমান স্টেশন চত্বরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা ৷ অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । প্রথমিকভাবে পুলিশের অনুমান তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ফলেই এই ঘটনা ।

Etv Bharat
Etv Bharat

By

Published : May 8, 2023, 12:42 PM IST

বর্ধমান, 8 মে: বর্ধমান স্টেশন সংলগ্ন পার্কিং লট ও পাশের বেশ কিছু দোকান ভাঙচুরের অভিযোগ একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনাটি রবিরার রাতের। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ভাঙচুরের ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ বাহিনী । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ফলেই ভাঙচুরের ঘটনা ঘটেছে। অভিযুক্তদের মধ্যে গোলাপ সোনকার, সোনু সোনকার-কে চিহ্নিত করা গেলেও বাকিদের চিহ্নিত করা যায়নি। গোলাপ সোনকার, সোনু সোনকার এলাকায় তৃণমূলকর্মী হিসাবে পরিচিত ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতের দিকে মদ্যপ অবস্থায় 20-22 যুবকের একটি দল তলোয়ার, লাঠি, রড নিয়ে স্টেশন চত্বর এলাকার পাকিংলটে হামলা চালায় । বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করতে শুরু করে । স্টেশনের মালগাড়ি থেকে লোহা, কয়লা-সহ অন্যান্য জিনিসপত্র চুরির অভিযোগ আছে তাঁদের বিরুদ্ধে। এমনকী আশেপাশের দোকানেও চুরি করার অভিযোগ উঠেছে ।

জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ, গোলাপ সোনকারের লোকেদের স্টেশন চত্বরে মারধর করে অপর তৃণমূল নেতা ইফতিকার আহমেদের লোকজন । এরপরেই গোলাপ সোনকার দলবল নিয়ে এসে গভীর রাতে পালটা আক্রম চালায় । স্টেশন সংলগ্ন এলাকায় ভাঙচুর চালায় । পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

আরও পড়ুন :তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, চাঞ্চল্য আমডাঙায়

এই প্রসঙ্গেই তৃণমূল নেতা ইফতিকার আহমেদ বলেন, "রাতে একদল দুষ্কৃতী তলোয়ার, লাঠি, বন্দুক নিয়ে স্টেশন এলাকার পার্কিং লটে থাকা একের পর এক গাড়িতে ভাঙচুর চালায় । শুধু তাই নয় বেশকিছু দোকানেও ভাংচুর ও লুঠপাঠ করে । যেসব দুষ্কৃতী এই লুঠপাট করেছে তারা এখন তৃণমূল কংগ্রেস কর্মী । সিপিএমের আমলে তারা মালগাড়ি থেকে কয়লা লোহা লুঠ করত । এছাড়া চুরি ছিনতাই-সহ একাধিক অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে । অথচ তৃণমূল নেতাদের হাত ধরে আজ তারা তৃণমূল কংগ্রেসের কর্মী হয়ে উঠেছে । এতে দলের বদনাম হচ্ছে ।"

ABOUT THE AUTHOR

...view details