পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Land Over Loading Truck: বালির ওভারলোডিং গাড়ি চেকিং সময় চলল গুলি, গ্রেফতার 1 - বালি পাচার

বালির ওভারলোডিং বন্ধ করতে তৎপর প্রশাসন ৷ এই অবৈধ বালি বোঝাই বন্ধ করতে গাড়ি পরীক্ষা করছিলেন মোটর ভেহিক্যালস এনফোর্সমেন্টের আধিকারিকরা (miscreant shot the Motor Vehicles Enforcement) ৷ সেই সময়েই আধিকারিকদের গাড়ি লক্ষ করে গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ গ্রেফতার আততায়ীদের গাড়ির চালক ৷

Land Over Loading Truck
বালির ওভারলোডিং গাড়ি চেকিং সময় চলল গুলি, গ্রেফতার 1

By

Published : Jan 19, 2023, 8:19 PM IST

পূর্বস্থলী, 19 জানুয়ারি: বালির ওভারলোডিং গাড়ি ধরার জন্য গাড়ি পরীক্ষা করছিলেন মোটর ভেহিক্যালস এনফোর্সমেন্টের আধিকারিকরা (Land Over Loading Truck Cheeking) । সেই গাড়িকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও অল্পের জন্য প্রাণে বেঁচেছেন গাড়িতে থাকা আধিকারিকেরা । বৃহস্পতিবার ভোর রাতে পূর্ব বর্ধমানের কাটোয়া ও পূর্বস্থলীর এসটিকে রোড এলাকার ঘটনা । তদন্ত শুরু করেছে পুলিশ (Motor Vehicles Enforcement Officers)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই কালনা-কাটোয়া এলাকায় বালির ওভারলোডিং নিয়ে অভিযোগ উঠছে (Bardhaman News) । বিশেষ করে শীতের রাতের অন্ধকারে শ’য়ে-শ’য়ে লরি অবৈধ ভাবে বালি বোঝাই করে এক জেলা থেকে অন্য জেলায় চলে যাচ্ছে । অবৈধ বালি বোঝাই রুখতে নজরদারি শুরু করে কালনা মোটর ভেহিক্যালস এনফোর্সমেন্ট বিভাগ । সেইমতো বুধবার গভীর রাতে নজরদারি চালাচ্ছিলেন মোটর ভেহিক্যালস এনফোর্সমেন্টের আধিকারিকেরা ৷

কাটোয়ার দিক থেকে পূর্বস্থলীর দিকে নজরদারি চালাচ্ছিলেন আধিকারিকরা ৷ সেই সময় উলটো দিক থেকে আসা একটি গাড়ির বিরুদ্ধে আধিকারিকদের গাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়ার অভিযোগ ওঠে ৷ যদিও গুলিটা গাড়ির গায়ে লেগে অন্যদিকে চলে যায় । বরাত জোরে রক্ষা পেয়েছেন আধিকারিকরা ৷ খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় থানার পুলিশ ৷ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের গাড়িটি ধাওয়া করে সেই গাড়ির চালককে পুলিশ গ্রেফতার করেছে । ধৃতের নাম শান্তনু মজুমদার । কেন ওই গাড়িকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন:বাংলার হারিয়ে যাওয়া তাঁত শিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরতে চান নোবেলজয়ী অর্থনীতিবিদ

এই প্রসঙ্গেই, অভিজিৎ ঘোষ নামে এক অধিকারিক বলেন, "বেশ কিছুদিন ধরে রাতে ওভারলোডিং বালির গাড়ি ধরার জন্য রুটিন চেক-আপ করা হচ্ছে । সেই মতো এদিন গাড়ি চেক আপ করার সময় এসটিকে রোডের উপরে সামনের দিক থেকে একটা গাড়ি থেকে গুলি ছোঁড়া হয় । গুলিটি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় । ফলে তারা প্রাণে বেঁচে যায় তারা ৷ বিষয়টি নিয়ে মোটর ভেহিক্যালস এনফোর্সমেন্টের কর্মীরা আতংকের মধ্যে আছেন ।"

ABOUT THE AUTHOR

...view details