পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Minor Girl Allegedly Murdered: বিয়ের প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে কিশোরীকে খুনের অভিযোগ, আটক যুবক - জামালপুরে খুন তরুণী

প্রেমে প্রত্যাখ্যাত হয়ে পূর্ব বর্ধমানের জামালপুরে এক কিশোরীকে খুনের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে ৷ ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷

ETV Bharat
ফাইল ছবি

By ETV Bharat Bangla Team

Published : Oct 14, 2023, 8:49 PM IST

জামালপুর, ১৪ অক্টোবর:বিয়ের প্রস্তাব দিয়েছিল এক যুবকের পরিবার । কিন্তু কিশোরী ও তার পরিবার তা প্রত্যাখ্যান করে । এর জেরেই ওই কিশোরীকে রাতের অন্ধকারে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল অরিত্র মণ্ডল ওরফে বিট্টু নামে এক যুবকের বিরুদ্ধে । ঘটনার জেরে বর্ধমানের জামালপুরের গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । পুলিশ জানিয়েছে, মৃত কিশোরীর বয়স 17 বছর ৷ পুলিশ অভিযুক্ত অরিত্র মণ্ডলকে আটক করেছে ।

স্থানীয় ও মৃত কিশোরীর পরিবার সূত্রে জানা গিয়েছে, একাদশ শ্রেণির ছাত্রী ছিল ওই কিশোরী । ওই এলাকারই বাসিন্দা অরিত্র মণ্ডল । কিছুদিন আগে অরিত্রর মা ওই কিশোরীর পরিবারের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যান । কিন্তু মেয়েটির পরিবার তাতে রাজি হয়নি । শুধু তাই নয়, বিট্টু নামে ওই যুবক একবার প্রেমের প্রস্তাবও দেয় ওই কিশোরীকে, কিন্তু মেয়েটি গুরুত্ব দেয়নি । ফলে ক্ষুব্ধ ছিল অরিত্র ৷

জানা গিয়েছে, এরপর থেকে সে রাস্তাঘাটে বন্ধুদের নিয়ে ওই কিশোরীকে উদ্দেশ্য করে নোংরা কথাবার্তা বলতো। শুক্রবার সন্ধে নাগাদ বাড়িতে পড়াশোনা করছিল ওই কিশোরী। এরপর সে শৌচকর্ম করতে বাথরুম যায় ৷ কিন্তু বেশ কিছুক্ষণ কেটে গেলেও সে বাথরুম থেকে না বেরনোয় তার মায়ের সন্দেহ হয়। পরে খোঁজাখুঁজি করতে করতে বাড়ির সামনে পুকুর ঘাটে মেয়েটির দেহ পড়ে থাকতে দেখা যায় ৷ মৃতার পরিবারের অভিযোগ অরিত্র রাতের অন্ধকারে তাদের মেয়েকে ডেকে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন করে জলে ফেলে দেয়।

মৃত ছাত্রীর বাবা বলেন, "বিকেলে স্কুল থেকে মেয়েকে নিয়ে বাড়ি যাই। এরপর আঝাপুর হাটতলায় নিজেদের কর্মক্ষেত্রে যাই । এদিকে মেয়ে বাথরুম যায় ৷ কিন্তু বেশ কিছুক্ষণ হয়ে গেলেও মেয়ে বাথরুম থেকে বের না হলে আমার স্ত্রী দেখে বাথরুমে মেয়ে নেই। আমাকে ফোন করে। আমি প্রায় সাড়ে আটটা নাগাদ বাড়ি ফিরি। আমার সন্দেহ হওয়ায় আমি তখন আমাদের পাড়ার ছেলে অরিত্র মণ্ডল ওরফে বিট্টুর বাড়িতে গিয়ে বিট্টুর খোঁজ করি। তখন তার বাবা মা বলে সে বাড়ি নেই । আসলে বিট্টুর মা একদিন আমার স্ত্রীকে জানায়, মেয়েকে সে বৌমা করে বাড়ি নিয়ে যেতে চায়। আমরা রাজি হয়নি । ছেলেটা লোফার ছেলে । লেখাপড়া জানে না, বখাটে ছেলে । আতঙ্কে আমিই মেয়েকে টিউশনে নিয়ে যেতাম, নিয়ে আসতাম । এদিকে মেয়েকে না পেয়ে বাড়ি ফিরে আসি। পরে বিট্টুকে ফোন করি । কিন্তু বিট্টু ব্যস্ত দেখিয়ে ফোন কেটে দেয়। খিড়কিড় দরজা খোলার পরে সামনের পুকুর ঘাটে দেখি জলে আধডোবা অবস্থায় উপুর হয়ে মেয়ের দেহ পড়ে আছে। আর কিছুটা দূরে তার জুতো জোড়া পড়ে আছে । আমার চিৎকারে আশেপাশের মানুষজন ছুটে আসেন। পুলিশকে খবর দিলে পুলিশ আসে। আমাদের সন্দেহ অরিত্র ওরফে বিট্টু তার বন্ধুদের সাহায্য নিয়ে মেয়েকে তুলে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন করে।"

আরও পড়ুন: অতিরিক্ত ফোন ব্যবহার নিয়ে বকাঝকা, দেওয়ালে মাথা ঠুকে মা’কে খুন ছেলের

গোপাল দাসের আরও অভিযোগ, মেয়েকে টিউশন পড়িয়ে নিয়ে ফেরার পথে ওই ছেলেটা অশ্লীল কথাবার্তা বলত। অন্ধকারে শেয়াল কিংবা কুকুরের আওয়াজ করতো। তার বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছি । প্রতিবেশী চন্দন সাঁতরা বলেন, "শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ দেখি ওই মেয়েটির দেহ বাড়ি লাগোয়া কিছুটা পুকুরের জলে আর বাকি কিছুটা ডাঙায় পড়ে আছে । তার জুতো জোড়া সামনের ঝোপের কাছে পড়ে আছে । দেখে তো মনে হচ্ছে ওই কিশোরীকে খুন করে সেখানে ফেলে দেওয়া হয়েছে । আমরা চাইছি দোষী যারা আছে তাদের যেন সাজা হয় ।" পুলিশ জানিয়ে পরিবারের অভিযোগের ভিত্তিতে এক যুবককে আটক করা হয়েছে । তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ ওই কিশোরীর মৃতদেহ ময়নাতদন্তের পরে রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ জানা যাবে ।

ABOUT THE AUTHOR

...view details