পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bardhaman Handicraft Fair : বর্ধমানে হস্তশিল্প মেলা, শিল্পীদের পাশে দাঁড়ানোর বার্তা মন্ত্রীদের - Purba Bardhaman Handicraft Fair news

করোনা সংক্রমণের জেরে রাজ্যে হস্তশিল্পীরা অর্থনৈতিক সমস্যায় ৷ কিন্তু এই দুঃসময়ে তাঁদের কথা ভেবেছেন, জানালেন মন্ত্রীরা (Burdhaman Handicraft Fair) ৷

Burdhaman Handicraft Fair 2022
বর্ধমানে হস্তশিল্প মেলার উদ্বোধন

By

Published : Mar 5, 2022, 6:51 AM IST

বর্ধমান, 5 মার্চ : করোনা পরিস্থিতিতে হস্তশিল্পীরা সঙ্কটে । গত দেড় বছরে তাঁরা হস্তশিল্পসামগ্রী বিক্রি করতে পারেননি । শুধু তাই নয়, বাংলার হতদরিদ্র এই শিল্পীরা ভাবতেন, তাঁদের কোনও অধিকার নেই । তাঁদের কথা ভেবেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বর্ধমানে হস্তশিল্প মেলার উদ্বোধন করতে এসে এ কথা জানালেন রাজ্যের প্রাণী সম্পদ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ (Ministers urges to support Bengal artisans in Purba Bardhaman Handicraft Fair) ।

শুক্রবার সন্ধেয় প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, বিধায়ক খোকন দাস-সহ অন্যান্য নেতৃবৃন্দ । রাজ্য ক্ষুদ্র ও কুটির শিল্প দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতা-সহ অন্য জেলাগুলিতে এই হস্তশিল্প মেলার আয়োজন করা হয়ে থাকে । 2020-21-এ 6 হাজার 20 জন হস্তশিল্পী এই মেলায় অংশ নেন । মেলায় মোট বিক্রির পরিমাণ ছিল 34 কোটি 66 লক্ষ টাকা । রাজ্যের বিভিন্ন মেলায় যাতায়াত, শিল্পীদের বিভিন্ন খরচ বহন করে ক্ষুদ্র ও কুটির শিল্প দফতর । 3 হাজার 187 জন বৃদ্ধ শিল্পীকে পেনশন বাবদ এক হাজার টাকা করে দেওয়া শুরু হয়েছে ।

আরও পড়ুন : Handicraft Fair in other States : হস্তশিল্পীদের উন্নয়নের লক্ষ্যে ভিনরাজ্যেও হস্তশিল্প মেলার আয়োজন করবে সরকার

পরিসংখ্যান অনুযায়ী, 2019-এ বর্ধমানের উৎসব ময়দানে অনুষ্ঠিত হস্তশিল্প মেলায় 1 হাজার 218 জন শিল্পী অংশ নিয়েছিলেন । ওই মেলায় মোট বিক্রির পরিমাণ ছিল 572 কোটি 15 লক্ষ টাকা । গত বার কলকাতায় হস্তশিল্প মেলায় 5 হাজার 125 জন শিল্পী তাঁদের হস্তশিল্পের সম্ভার নিয়ে হাজির হন । মেলায় বিক্রির পরিমাণ ছিল 5 হাজার 5 হাজার 510 লক্ষ 75 হাজার লক্ষ টাকা । এছাড়া শিলিগুড়ির মেলায় অংশ নিয়েছিলেন 284 জন হস্তশিল্পী । মেলায় 136 লক্ষ 10 হাজার টাকার দ্রব্য সামগ্রী বিক্রি হয় ।

মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন কৃষকদের কথা ভেবেছেন, তেমনই হস্তশিল্পীদের কথাও ভেবেছেন । সেই কারণে শিল্পীদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য রাজ্যের বিভিন্ন জেলায় হস্তশিল্প মেলার আয়োজন করা হচ্ছে ।" রাজ্যের আরও এক মন্ত্রী শ্রীকান্ত মাহাতো বলেন, "শিল্পীদের সৃষ্টি প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে আমরা দায়বদ্ধ ৷ তাই প্রত্যেকের কাছে আবেদন করব, তাঁরা যেন মেলায় শিল্পীদের কাছ থেকে কিছু না কিছু জিনিস কেনেন । তাঁদের মুখে মুখে যেন শিল্পীদের শিল্পকর্মের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে ।"

ABOUT THE AUTHOR

...view details