বর্ধমান, 7 জুন : বাজ পড়ে মৃতদের পরিবারের হাতে দুই লাখ টাকা করে আর্থিক সাহায্য তুলে দিল রাজ্য সরকার । রবিবার পূর্ব বর্ধমান জেলাশাসকের সভাকক্ষে মৃতদের পরিবারের হাতে চেক তুলে দেন রাজ্যের প্রাণীসম্পদ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ । এছাড়াও এদিন ছিলেন পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক প্রিয়াংকা সিংলা ও পুলিশ সুপার কামনাশিস সেন ।
মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, " শনিবার পূর্ব বর্ধমান জেলার জামালপুরে বাজ পড়ে চারজনের মৃত্যু হয়েছে । একজন আহত হন । খুব দুঃখজনক ঘটনা । এদিন রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের প্রত্যেকের পরিবারের হাতে দুই লাখ টাকার চেক তুলে দেওয়া হয়েছে । আমরা তাঁদের পরিবারের পাশে আছি ।"
বাজ পড়ে মৃত্যু , চার পরিবারের হাতে আর্থিক সাহায্যের চেক দিলেন মন্ত্রী
জামালপুরে বাজ পড়ে মৃতদের পরিবার পিছু আর্থিক সাহায্য তুলে দিলেন রাজ্যের প্রাণীসম্পদ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ ৷ রবিবার পূর্ব বর্ধমান জেলাশাসকের সভাকক্ষে মৃতদের পরিবারের হাতে চেক তুলে দেন মন্ত্রী ৷ এছাড়াও এদিন ছিলেন পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক প্রিয়াংকা সিংলা ও পুলিশ সুপার কামনাশিস সেন ।
চার পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক দিলেন মন্ত্রী
আরও পড়ুন :Jagdeep Dhankhar : ভাটপাড়ায় বোমাবাজির ঘটনায় ফের রাজ্যকে বিঁধে টুইট রাজ্যপালের
প্রসঙ্গত, শনিবার বিকেলে জামালপুরে বাজ পড়ে চারজনের মৃত্যু হয় । এদের মধ্যে তিনজন চাষের কাজে ব্যস্ত ছিলেন । আর একজন গোরু নিয়ে বাড়ি ফিরছিলেন সেই সময় বাজ পড়লে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় ৷