পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাড়ির পথে গাড়ির চাকা পাংচার, দুর্ঘটনায় আহত সিদ্দিকুল্লা - সিদ্দিকুল্লা চৌধুরী

সাতগেছিয়ার কাছে মন্ত্রীর গাড়ির সামনের ডানদিকের চাকা পাংচার হয়ে যায় ৷ এর পরই গাড়িটি নিয়ন্ত্রণ হারায় । আহত হন সিদ্দিকুল্লা চৌধুরী ৷

s
s

By

Published : Jul 6, 2021, 7:45 AM IST

Updated : Jul 6, 2021, 8:18 AM IST

মেমারি, 6 জুলাই : পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা গাড়ির ৷ পথ দুর্ঘটনায় আহত হলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী (siddiqullah chowdhury) ৷ মন্ত্রীর হাতে চোট লেগেছে বলে জানা গিয়েছে ৷

সোমবার বিকেলে বিধানসভা থেকে মেমারি-কাটোয়া রোড ধরে তাঁর কাটোয়ার বাড়িতে ফিরছিলেন সিদ্দিকুল্লা চৌধুরী । সাতগেছিয়ার কাছে গাড়ির সামনের ডানদিকের চাকা পাংচার হয়ে যায় ৷ এর পরই গাড়িটি নিয়ন্ত্রণ হারায় । সেই সময় উল্টোদিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে মন্ত্রীর গাড়ির । গাড়ির গতি অল্প থাকায় প্রাণে বেঁচে গেলেও হাতে চোট পান সিদ্দিকুল্লা চৌধুরী । ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিত সামাল দেয় ৷ আহত মন্ত্রীর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা হয় ।

সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, "বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি । দুটো আঙুলে সামান্য চোট রয়েছে । তবে সুস্থ রয়েছি ।"

আরও পড়ুন: করোনা মুক্ত সমাজ গড়াই প্রথম কাজ, শপথ নিয়ে বললেন মন্ত্রীরা

পূর্ব বর্ধমান সদরের (দক্ষিণ) এসডিপিও (SDPO) আমিনুল ইসলাম খান বলেন, "মন্ত্রীর গাড়ির চাকা পাংচার হওয়ার কারণেই বিপত্তি বাধে । পুলিশ তাঁকে উদ্ধার করে ব্যবস্থা নিয়েছে ৷"

Last Updated : Jul 6, 2021, 8:18 AM IST

ABOUT THE AUTHOR

...view details