বর্ধমান, 18 আগস্ট : ফের বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার । গতকালই রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি । এবার বিপ্লবীর নাম ভুল বলে বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার । বিপ্লবী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বারবার যতীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায় বলে সম্বোধন করতে শোনা যায় তাঁকে ।
শহিদ সম্মান যাত্রা উপলক্ষে দুইদিন ধরে বিভিন্ন জায়গায় ঘুরছেন চার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী । বারবার বিক্ষোভের মুখে পড়ছেন । নেতা মন্ত্রীদের গ্রেফতার করা হচ্ছে । গতকালই বর্ধমানে গিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার । সেখানেও বিক্ষোভের মুখে পড়েন তিনি । সেইসঙ্গে আরও একটা বিতর্কে জড়ান তিনি । বারবার বিপ্লবীর নাম ভুল বলতে শোনা যায় তাঁকে । যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ গ্রামবাসী । নিন্দা করেছে তৃণমূলও ।
দেশকে স্বাধীন করার জন্য স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন মহান বিপ্লবী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় । বর্ধমান জেলার চান্না গ্রামে তাঁর বাড়ি । এদিন বিপ্লবীর জন্মভিটেতে আসেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার । সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লবী সম্পর্কে, তাঁর আদর্শ সম্পর্কে কিছু কথা বলেন তিনি । আর সেখানেই গন্ডগোল বাধে । বিপ্লবী যতীন্দ্রনাথকে বারবার যতীন্দ্রমোহন বলে সম্বোধন করেন তিনি । পাশ থেকে এক ব্যক্তি নিচু কন্ঠস্বরে সঠিক নাম বলার পরেও সেদিকে কোনও ভ্রূক্ষেপ করেননি মন্ত্রী ।
মন্ত্রী সুভাষ সরকার বলেন, "চান্না গ্রামের দুই মহান সন্তান যতীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায় এবং সাধক কমলাকান্ত । তাঁদের কেন্দ্র করেই চান্না গ্রামের এই আশ্রমে আসা । স্বাধীনতা সংগ্রামে অনেক প্রাণ নিবেদিত হয়েছিল । সেইরকম একটা প্রাণ যতীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায় ।... এখানকার যে ইতিহাস জেনে গেলাম সেটা নিয়ে যাতে গবেষণা হয়,চিন্তাভাবনা হয় সেই বিষয়গুলি দেখব ।"