পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কালোবাজারি রুখতে ও সংকট মেটাতে অক্সিজেন সিলিন্ডার দান মন্ত্রী স্বপন দেবনাথের - শ্রীরামপুর গ্রামীণ হাসপাতাল

পূর্বস্থলী 1 ব্লকের শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে পাঁচটি অক্সিজেন সিলিন্ডার তুলে দিলেন রাজ্যের প্রাণীসম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ । করোনা পরিস্থিতিতে অক্সিজেনের অভাবে রোগী মৃত্যু ঠেকাতে ও অসাধু ব্যবসায়ীদের অক্সিজেন সিলিন্ডারে বাড়তি দাম হাঁকানো আটকাতে তৎপর রাজ্য সরকার ।

কালোবাজারি ও সংকট মেটাতে অক্সিজেন সিলিন্ডার দান মন্ত্রী স্বপন দেবনাথের
কালোবাজারি ও সংকট মেটাতে অক্সিজেন সিলিন্ডার দান মন্ত্রী স্বপন দেবনাথের

By

Published : Jun 13, 2021, 2:42 PM IST

পূর্বস্থলী, ১৩ জুন: গ্রামীণ হাসপাতালে অক্সিজেনের অভাবে কোনও রোগীকে যাতে সমস্যায় পড়তে না হয় সেই কারণে পূর্বস্থলী 1 ব্লকের শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে পাঁচটি অক্সিজেন সিলিন্ডার তুলে দিলেন রাজ্যের প্রাণীসম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ ।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাসপাতালের বিএমওএইচ নওমান শেখ, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ অন্যান্যরা। করোনা পরিস্থিতিতে অক্সিজেনের অভাবে অনেক রোগী মারা যাচ্ছেন। এই সুযোগে একশ্রেণির অসাধু ব্যবসায়ী অক্সিজেন সিলিন্ডারের জন্য চড়া দাম হাঁকছেন বলে অভিযোগ উঠেছে ৷ তাই পরিস্থিতি সামাল দিতে তৎপর রাজ্য সরকার। জেলা প্রশাসনের তরফে একদিকে যেমন অসাধু ব্যবসায়ীদের গ্রেফতার করা হচ্ছে অন্যদিকে বিভিন্ন গ্রামীণ হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার পাঠানোর ব্যবস্থাও করা হচ্ছে।


আরও পড়ুন: Amit Mitra : জিএসটির বৈঠকে উপেক্ষিত হওয়ার অভিযোগ অমিত মিত্রের, অভিযোগ ওড়ালেন অনুরাগ ঠাকুর


রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, "শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে পাঁচটা অক্সিজেন সিলিন্ডার দেওয়া হলো, এ ব্যাপারে হাওড়া গ্যাস লিমিটেড আমাদের সাহায্য করেছে । আগামী দিনে আরও অক্সিজেন সিলিন্ডার দেওয়ার পরিকল্পনা আছে।"

ABOUT THE AUTHOR

...view details