পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মমতার নির্দেশে বাড়ি গিয়ে ছাগল বিলি মন্ত্রীর - Bardhaman

মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রামে গ্রামে ছাগল বিলোলেন মন্ত্রী-বিধায়করা ৷ ভবিষ্যতে পশুপালনের জন্য পর্যাপ্ত পরিকাঠামো গড়ে দেওয়ার আশ্বাসও দিয়েছেন তাঁরা ৷

স্বপন দেবনাথ

By

Published : Aug 28, 2019, 1:30 AM IST

Updated : Aug 28, 2019, 4:54 AM IST

বর্ধমান, 28 অগাস্ট : সোমবার বর্ধমানের দাঁড়াতে গ্রাম পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামবাসীদের পাঁচটি করে ছাগল ছানা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন । সেই ঘোষণার 24 ঘন্টার মধ্যেই গ্রামবাসীদের হাতে তুলে দেওয়া হল ছাগল ৷ সেই সঙ্গে দেওয়া হল হাঁস ও মুরগী ।

মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে বাড়ি বাড়ি ছাগল ছানা পৌঁছে দিলেন ভাতার বিধানসভার বিধায়ক সুভাষ মণ্ডল । কিন্তু মুখ্যমন্ত্রী পাঁচটি ছাগল ছানা দেওয়ার কথা বললেও দেওয়া হল একটি করে ছাগল ছানা । বিধায়ক বলছেন, একদিনের মধ্যে এত ছাগল ছানা জোগাড় করা কঠিন । তাছাড়া অনেকের এত ছাগল পোষার মত পর্যাপ্ত জায়গাও নেই ৷ আগামী দিনে তাঁদের আরও ছাগল দেওয়া হবে । ছাগল পালনের জন্য ঘরও বানিয়ে দেওয়া হবে ৷

এদিকে সোমবার বর্ধমানের দাসপাড়াতেও পরিদর্শনে এসেছিলেন মুখ্যমন্ত্রী ৷ সেখানে ঝরনা রুইদাসের বাড়িতে বেশ কিছুক্ষন সময় কাটান তিনি ৷ মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে স্থানীয় আদিবাসী মহিলারা তাঁর কাছে তাদের অভাব অভিযোগ তুলে ধরেন ৷ তারা বলেন তাঁদের যদি ছাগল হাঁস-মুরগী পালন করার সুযোগ করে দেওয়া হয় তাহলে তাদের অনেকটাই সুবিধা হবে ৷ মুখ্যমন্ত্রী প্রাণীসম্পদ মন্ত্রী স্বপন দেবনাথকে এই গ্রামে ছাগল,হাঁস,মুরগি পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তখন। সেইমতোই মঙ্গলবার স্বপন দেবনাথ ওই গ্রামে গিয়ে একটি করে ছাগল ও পাঁচটি করে হাঁস-মুরগি 12টি পরিবারের হাতে তুলে দেন ।

মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, " দাসপাড়ায় 12টি পরিবারকে ছাগল হাঁস মুরগি তুলে দেওয়া হয়েছে । কেউ যদি পশুপালন করতে চান, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তাদের পশু তুলে দেব। " এদিকে, ছাগল পেয়ে খুশি দাসপাড়ার বাসিন্দারা । মুখ্যমন্ত্রীর প্রশংসা করে তাঁরা জানান, দিদি প্রতিশ্রুতি রেখেছেন। তাঁরা ছাগল, হাঁস, মুরগি পেয়েছেন ।

Last Updated : Aug 28, 2019, 4:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details