পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Minakshi Slams Saayoni: চুরি করলে কি সিংহাসনে বসিয়ে রাখবে, সায়নী প্রসঙ্গে মন্তব্য মীনাক্ষীর - গাংপুরে মীনাক্ষীর সভা

সায়নী ঘোষের ইডি তলব থেকে পঞ্চায়েত নির্বাচনে কর্মীদের মনোবল বাড়ানো ৷ পূর্ব বর্ধমানের সভা থেকে হুঙ্কার বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের ৷

ETV Bharat
সায়নীকে কটাক্ষ মীনাক্ষীর

By

Published : Jul 2, 2023, 6:31 AM IST

গাংপুর, 2 জুলাই: "চুরি করলে কি কেউ তাকে সিংহাসনে বসিয়ে রাখবে ? চুরি করলে তো ডেকেই পাঠাবে ।" অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে ইডির জেরা করা নিয়ে পূর্ব বর্ধমানে এসে এই মন্তব্য করলেন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ।

শনিবার বর্ধমানের স্বস্তিপল্লির মাঠে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে আসেন তিনি । মঞ্চ থেকে তিনি বলেন, "পুলিশের ছাতার তলায় দাঁড়িয়ে আমরা মনোনয়ন জমা দিইনি । মানুষকে সঙ্গে নিয়ে জমা দিয়েছি । তাই যদি কেউ বেগরবাঁই করতে আসে তাহলে তাদের চাঁদি ফাটিয়ে বাড়ি যেতে হবে । এদিকে কেন্দ্রের সরকার সাধারণ মানুষের 100 দিনের টাকা বরাদ্দ করছে না । অথচ সেই টাকা যদি আটকে না রেখে ছেড়ে দিত, যদি বকেয়া টাকা পড়ে না থাকত তাহলে জেলার ছেলেদের নিজের জমি বাদ দিয়ে দক্ষিণের রাজ্যে কাজে গিয়ে হাত পা হারিয়ে বাড়ি ফিরে আসতে হত না । যারা সাহস করে মনোনয়ন জমা দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলব আপনারা প্রথম রাউন্ডে জিতে গিয়েছেন । তবে মা-বোনেরা প্রস্তুত থাকবেন ৷ কোমরে আঁচল গুঁজে ঝাঁটা হাতে, ভোট লুঠ করতে এলে বুঝিয়ে দেবেন ।"

সভা শেষে সাংবাদিকদের জানান, রাজ্যের পঞ্চায়েতের ভোট নিরপেক্ষ সুরক্ষিতভাবে করার দায়িত্ব নির্বাচন কমিশনের । যার যেটা দায়িত্ব সেটা সে পালন করছে না । পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, পঞ্চায়েতের ভোট কোন অ্যাজেন্ডায় হবে তা নিয়ে । তাঁর বক্তব্য, কোন অ্যাজেন্ডায় নির্বাচন হবে, শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী আসবে কী আসবে না, নাকি 84 লক্ষ জবকার্ড বাতিল হয়েছে আর তৃণমূল কংগ্রেস সাড়ে 14 লক্ষ জবকার্ডের টাকা খেয়েছে সেই অ্যাজেন্ডায় । কেন্দ্রীয় দল তো এসেছে কিন্তু কোথাও কোনও প্রধান, বিডিও কিংবা ডিএমের নামে তো এফআইআর হয়নি । তবে নির্বাচন কমিশনকে দায়িত্ব নিয়ে নিরপেক্ষ ভোট করাতে হবে ৷

আরও পড়ুন : ব্যাংক ঋণ করে ফ্ল্যাট কিনলেও নথি নেই ! বুধবার ফের তলব সায়নীকে

ABOUT THE AUTHOR

...view details