গাংপুর, 2 জুলাই: "চুরি করলে কি কেউ তাকে সিংহাসনে বসিয়ে রাখবে ? চুরি করলে তো ডেকেই পাঠাবে ।" অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে ইডির জেরা করা নিয়ে পূর্ব বর্ধমানে এসে এই মন্তব্য করলেন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ।
শনিবার বর্ধমানের স্বস্তিপল্লির মাঠে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে আসেন তিনি । মঞ্চ থেকে তিনি বলেন, "পুলিশের ছাতার তলায় দাঁড়িয়ে আমরা মনোনয়ন জমা দিইনি । মানুষকে সঙ্গে নিয়ে জমা দিয়েছি । তাই যদি কেউ বেগরবাঁই করতে আসে তাহলে তাদের চাঁদি ফাটিয়ে বাড়ি যেতে হবে । এদিকে কেন্দ্রের সরকার সাধারণ মানুষের 100 দিনের টাকা বরাদ্দ করছে না । অথচ সেই টাকা যদি আটকে না রেখে ছেড়ে দিত, যদি বকেয়া টাকা পড়ে না থাকত তাহলে জেলার ছেলেদের নিজের জমি বাদ দিয়ে দক্ষিণের রাজ্যে কাজে গিয়ে হাত পা হারিয়ে বাড়ি ফিরে আসতে হত না । যারা সাহস করে মনোনয়ন জমা দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলব আপনারা প্রথম রাউন্ডে জিতে গিয়েছেন । তবে মা-বোনেরা প্রস্তুত থাকবেন ৷ কোমরে আঁচল গুঁজে ঝাঁটা হাতে, ভোট লুঠ করতে এলে বুঝিয়ে দেবেন ।"