পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

100 দিনের কাজে পরিযায়ী শ্রমিকদের অগ্রাধিকার, ঘোষণা স্বপন দেবনাথের

100 দিনের কাজে পরিযায়ী শ্রমিকেদের অগ্রাধিকার দেওয়া হবে ৷ জানালেন মন্ত্রী স্বপন দেবনাথ ৷ তিনি আরও জানান, যাদের জব কার্ড নেই তারাও আবেদন করতে পারবে ৷ একাধিক কর্মগোষ্ঠী তৈরি করে শ্রমিকদের কর্মসংস্থান করা হবে বলে জানান মন্ত্রী ৷

Swapan Debnath on 100 days work
বর্ধমান

By

Published : Jun 3, 2020, 6:44 PM IST

বর্ধমান, 3 জুন: 100 দিনের কাজে পরিযায়ী শ্রমিকদের অগ্রাধিকার৷ এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত ও জেলা পরিষদকে নির্দেশ দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। আজ বর্ধমানের সংস্কৃতি ভবনের NX হলে সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী৷ সেখানে তিনি জানান, যে সব পরিযায়ী শ্রমিক ভিনরাজ্যে জরির কাজ কিংবা সোনার কাজে যুক্ত ছিল তাদের জন্য জেলাতেই সেই কাজের ব্যবস্থা হবে৷ এই বিষয়ে জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। যাদের জব কার্ড নেই তারাও 100 দিনের কাজের আবেদন করতে পারবে বলে জানান স্বপন দেবনাথ৷

বুধবারের সাংবাদিক বৈঠকে মন্ত্রী বলেন, "মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো নির্দিষ্ট কর্মগোষ্ঠীর মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের কথা ভাবা হয়েছে। জরি শিল্পী, স্বর্ণ শিল্পীদের মতো তাঁত শিল্পীদের জন্যও ক্লাস্টার তৈরি করার কথা ভাবা হয়েছে।"

মন্ত্রী আজ নিশ্চিত করেন, যাদের জব কার্ড নেই তারাও 100 দিনের কাজের জন্য আবেদন জানাতে পারবে৷ পাশাপাশি যারা জব কার্ড রিনিউ করেনি তারা তা রিনিউর জন্য় আবেদন করতে পারবে৷ তবে, নির্দিষ্ট আবেদন পত্র জমা দিতে হবে সংশ্লিষ্ট দপ্তরে৷ গোটা প্রক্রিয়াটি স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিস অথবা জেলা পরিষদ অফিসের মাধ্যমে সম্পন্ন হবে৷

বর্ধমানে সাংবাদিক বৈঠকে মন্ত্রী স্বপন দেবনাথ৷

বুধবার মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, "100 দিনের কাজে পরিযায়ী শ্রমিকদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই বিষয়ে ইতিমধ্য়ে জেলা পরিষদ ও গ্রাম পঞ্চায়েতগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে, অন্যের জব কার্ড ব্যবহার করা যাবে না৷ যেহেতু জব কার্ডের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরে সরাসরি মজুরির অর্থ প্রদান করা হয়। যেমন, নিজের রেশন কার্ড নিজের কাছে রাখতে হয়, তেমনই নিজের জব কার্ড নিজের কাছে রাখতে হবে৷"

ABOUT THE AUTHOR

...view details