বর্ধমান, 18 জানুয়ারি : দেখতে সোনার বিস্কুটের মতো ৷ কিন্তু, আদৌ সেটি সোনা কিনা, তা নিয়ে ধন্দে পুলিশ (Metal like gold biscuit found) ৷ পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে ধোঁয়াশা ৷ পুলিশ সূত্রে খবর, সোমবার বর্ধমান পৌরসভার কাছে এক রিকশাচালক এবং এক মহিলার কাছ থেকে ওই ওই ধাতব পদার্থটি উদ্ধার করেন এক সিভিক ভলান্টিয়ার ৷ জানা গিয়েছে, দু’জনের মধ্যে বচসা চলছিল ৷ সেই সময় সিভিক ভলান্টিয়ার সেখানে গেলে রিকশাচালক রুমালে মোড়া সোনালি রঙের ধাতব বস্তুটি ফেলে দিয়ে পালিয়ে যান ৷ সেই সঙ্গে ওই মহিলাও সেখান থেকে চম্পট দেন ৷ পরে রুমালের মধ্যে থেকে সোনার বিস্কুটের মতো দেখতে ধাতব বস্তুটি উদ্ধার করেন সিভিক ভলান্টিয়ার ৷ তিনিই বর্ধমান থানায় খবর দেন ৷ তবে, সেটি আদৌ সোনা কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে ৷
ওই সিভিক ভলান্টিয়ার শেখ নাজির হোসেন জানিয়েছেন, তিনি পৌরসভায় একটি কাজে এসেছিলেন ৷ সেখানেই ওই মহিলা এবং রিকশাচালকের মধ্যে তর্কাতর্কি হচ্ছিল ৷ এর পর ওই মহিলা সিভিক ভলান্টিয়াকে দেখে তাঁর কাছে অভিযোগ করেন যে, রিকশাচালক কিছু একটা নিয়ে পালাচ্ছেন ৷ তখন ওই রিকশাচালককে ধরতে গেলে তিনি শেখ নাজির হোসেনকে ধাক্কা দিয়ে পালিয়ে যান ৷ আর রাস্তায় রুমালে মুড়ে ওই সোনার বিস্কুটের মত দেখতে বস্তুটিকে ফেলে দিয়ে পালান ৷ সেই সঙ্গে ওই মহিলাও সেখান থেকে পালিয়ে যান ৷ ওই সিভিক ভলান্টিয়ার তাঁদের ধাওয়া করলেও ধরতে ব্যর্থ হন ৷