মেমারি, 21 নভেম্বর:পুকুরকে ঘিরে মেমারির ডাকবাংলো জমিতে রিসর্ট (Resort in Memari), চিলড্রেন পার্ক, নৌকাবিহার-সহ সৌন্দর্যায়নের (Beautification in Memari) উদ্যোগ নিল পূর্ব বর্ধমান (East Burdwan News) জেলা পরিষদ । সোমবার সেই জায়গা ঘুরে দেখলেন জেলা পরিষদের এডিএম কাজল রায় ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা ।
জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ শ্যামাপ্রসন্ন লোহার বলেন, জেলা পরিষদের পক্ষ থেকে মেমারির ডাকবাংলো মোড়ে ফাঁকা জায়গা পড়ে রয়েছে । সেখানে একটা পুকুরকে ঘিরে রিসর্ট তৈরি ও অন্যান্য সৌন্দর্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে । জেলা পরিষদের অর্থানুকূল্যে এই রিসর্ট গড়ে উঠবে । ভালো কাজ করার জন্য পূর্ব বর্ধমান জেলা পরিষদ কেন্দ্রীয় সরকারের কাছ থেকে 50 লক্ষ টাকা পুরস্কার পেয়েছে । সেই পুরস্কারের টাকা এই খাতে ব্যবহার করা হবে ।