পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Russia-Ukraine Conflict : লাগাতার গোলাবর্ষণ, ভূগর্ভে অক্সিজেনের সমস্যায় বর্ধমানের আকিব ; প্রবল উৎকণ্ঠায় পরিবার - medical student from east burdwan Standard in ukraine

ইউক্রেনে আটকে একাধিক ভারতীয় (Medical Student Stuck In Ukraine) । আছেন সর্বভারতীয় নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এসবিবিএস পড়তে ইউক্রেন পাড়ি দেওয়া পূর্ব বর্ধমানের মেধাবী ছাত্র শেখ আকিব মহম্মদ । দুশ্চিন্তায় পরিবার ।

Rassia-Ukraine Conflict
ইউক্রেনে আটকে বর্ধমানের আকিব

By

Published : Feb 25, 2022, 9:33 PM IST

পূর্বস্থলী (পূর্ব বর্ধমান), 25 ফেব্রুয়ারি: গতকাল থেকে ইউক্রেনে বেজেছে যুদ্ধের ডঙ্কা (Rassia-Ukraine Conflict)। শোনা যাচ্ছে গুলির আওয়াজ, ভারী বুটের শব্দ আর বারুদের ঝাঁঝালো গন্ধে শ্বাস নেওয়া বড় দায় । রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘোষণার পরেই আতঙ্কের প্রহর গুনছে বিশ্ব । আতঙ্কে বিনিদ্র রাত কাটাচ্ছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর শেখ আকিব মহম্মদের পরিবার । ডাক্তারি পড়তে গিয়ে ইউক্রেনে আটকে গিয়েছেন তিনি ।

আরও পড়ুন:Airlift for Stranded Indians in Ukraine : ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের এয়ারলিফ্ট করে ফেরানো হবে দেশে

2018 সালে সর্বভারতীয় নিট পরীক্ষায় পাশ করার পরে এম বিবিএস পড়তে ইউক্রেনের খারকিভে পাড়ি বছর চব্বিশের যুবক শেখ আকিব মহম্মদের (Medical Student Stuck In Ukraine) । সব কিছু ঠিকঠাক চলছিল । ভারতীয় সময় বৃহস্পতিবার থেকে যেন সব ওলট-পালট হয়ে গেল । ইউক্রেনর সঙ্গে যুদ্ধ ঘোষণা করল রাশিয়া । বৃহস্পতিবার ইউক্রেনের খারকিভে মিসাইল হামলা হয়েছে । ফলে উদ্বেগ আরও বেড়েছে মহম্মদের পরিবারের । আকিবের পরিবার সূত্রে জানা গেছে, আকিবের সঙ্গে তাঁরা ফোনে কথা বলেছে ।

আকিবের মা সুলতানা বেগম বলেন, "গতকাল রাতে ফোনে কথা হয়েছে । কিছুদিন আগেই দেশে ফেরার কথা ছিল আকিবের । অফলাইনে ক্লাস থাকায় সে ফিরতে পারেনি । ওখানে যেহেতু ওদের আন্ডার গ্রাউন্ডে রাখা হয়েছে তাই ওর অক্সিজেনের সমস্যা হচ্ছে । আমরা সরকারের কাছে আবেদন করছি যেন তাদের ফেরানোর ব্যবস্থা করা হয় । আমরা আতঙ্কের মধ্যে রয়েছি ।

ডাক্তারি পড়তে গিয়ে ইউক্রেনে আটকে বর্ধমানের আকিব

আরও পড়ুন:Russia-Ukraine Crisis : "কেউ বেরবেন না, কিয়েভে ঢুকেছে শত্রুদের অন্তর্ঘাতবাহিনী !" ভিডিয়ো বার্তা ইউক্রেন প্রেসিডেন্টের

আকিবের মামা শেখ শাহবুদ্দিন এই প্রসঙ্গেই বলেন, "ওর সঙ্গে ফোনে কথা হয়েছে (Medical Student Stuck In Ukraine)। ওখানে পরিস্থিতি খুব খারাপ । কিয়েভের উপরে হামলা শুরু হয়েছে । ওরা যেখানে আছে সেখানে গোলাবর্ষণ হচ্ছে । তাই ওরা আরও ভীত হয়ে পড়েছে । শুনেছি এটিএম বন্ধ হয়ে গেছে । খাবারের সমস্যাও হচ্ছে । হাতে যা শুকনো খাবার আছে তা খেয়েই চলছে । সরকারের কাছে আবেদন করছি ভারতের যে সব ছাত্র আটকে আছে তাদের ফেরানোর ব্যবস্থা করা হোক ।

ইউক্রেনে এখনও পর্যন্ত যে সকল ভারতীয়রা আটকে রয়েছেন তাদের মধ্যে ডাক্তারি পড়ুয়ার সংখ্যা সব থেকে বেশি । হঠাৎ যুদ্ধে অধিকাংশ পড়ুয়াই আটকে পড়ছেন ।

ABOUT THE AUTHOR

...view details