বর্ধমান, 21 এপ্রিল:তৃণমূলে সবাই চোর। কার্যত এই ভাষাতেই একহাত নিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷ শুধু রাজ্যের শাসকদল নয়, এদিন তৃণমূলের পাশাপাশি বিজেপিকেও কটাক্ষ করেন সেলিম ৷ তাঁক কথায়, "যাঁরা তৃণমূলে আছে, যাঁরা পাঁচিল টপকে বিজেপিতে গিয়েছে সবাই চোর।" শুক্রবার বর্ধমানে সিপিএম নেতা মদন ঘোষের শেষকৃত্যে যোগ দিয়ে রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
এদিন সকালে বর্ধমানের নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন সিপিএম নেতা মদন ঘোষ। তাঁর শেষকৃত্যে উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম-সহ অন্যান্য নেতৃত্ব। এদিন মহম্মদ সেলিম বলেন, "মদন ঘোষ শুধু বর্ধমানের নয় গোটা রাজ্যের কৃষক নেতা ছিলেন। বাংলার রাজনীতিতে কমিউনিস্টের একজন মডেল চরিত্রের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।" এরপরই তিনি তৃণমূলকে কটাক্ষ করেন ৷
তিনি বলেন, "সিবিআই যাতে অভিষেকের বাড়িতে যায় সেটাও বলা হয়েছে। কারণ তৃণমূলে কোন টাকা এঘাট-ওঘাট হয়ে কালীঘাটে যেত, তাতে অভিষেকের নামও সামনে চলে এসেছে।" পাশাপাশি আদালতে গিয়ে তাঁদের স্বস্তি পেতে হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সেলিমের দাবি, এসব করে কয়েকদিন ছাড় পাওয়ার কৌশল। তিনি বলেন, "কিন্তু এসব করে কোনও ছাড় পাবে না। আমরা বলেছি সব চোর। যে তৃণমূলে আছে আবার যে পাঁচিল টপকে বিজেপিতে গিয়েছে সব চোরকে ধরতে হবে।"