বর্ধমান, 29 জুন :নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উলটে গেল যাত্রীবাহী বাস ৷ ঘটনায় আহত হয়েছে 20 জন যাত্রী ৷ বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমানের দেওয়ানদিঘি থানার বারুইপুরে ৷ কৃষ্ণনগর থেকে বর্ধমান ফেরার পথে একটি টোটো ও মোটর সাইকেলকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে ৷ আহতদের উদ্ধার করে তড়িঘড়ি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হলেও, প্রাথমিক চিকিৎসার পর অধিকাংশ যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে কৃষ্ণনগর থেকে কুসুমগ্রাম হয়ে একটি যাত্রীবাহী বাস বর্ধমানে ফিরছিল। হঠাৎই বর্ধমানের দেওয়ানদিঘি থানার রাইপুর এলাকায় রাস্তার উপরে একটা টোটো ও মোটর সাইকেল চলে আসে । বাসটি তাদের বাঁচাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়ানজুলিতে উলটে যায় । বাসের 50-60 জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রাই উদ্ধারকার্যে হাত লাগায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দেওয়ানদিঘি থানার পুলিশ। আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়। বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়েও দেওয়া হয়।