বর্ধমান, 8 অগাস্ট : চলতি মাসের দ্বিতীয় সাপ্তাহিক লকডাউন আজ । সরকারি নির্দেশিকা মেনে পূর্ব বর্ধমান জেলা জুড়ে চলছে পুলিশি টহল । দোকানপাট সব সকাল থেকেই বন্ধ । রাস্তাঘাট বেশিরভাগই সুনসান । সক্রিয় জেলা পুলিশ । জেলা ও পুলিশ প্রশাসনের তরফে বারবার করে সচেতন করা হচ্ছে, খুব প্রয়োজন ছাড়া জানা মানুষ যেন কোনওভাবেই বাড়ি থেকে বেরোন । লকডাউন ভাঙলে কড়া ব্যবস্থার হুশিয়ারিও দিয়েছে পুলিশ । তবে এরইমধ্যে অনেককেই রাস্তায় বেরোতে দেখা গেল ।
লকডাউনে সক্রিয় বর্ধমান পুলিশ, আটক অনেকে
বর্ধমান শহরের তেলিপুকুর, বীরহাটা, কার্জনগেট, গোলাপবাগ, নবাবহাট, উল্লাস মোড় সব বিভিন্ন এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি । খুব প্রয়োজনে যাঁরা থেকে বেরোচ্ছেন, তাঁদেরকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করছে ।
পূর্ব বর্ধমান জেলা জুড়ে হু হু করে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । সেই সঙ্গে পাল্লা দিয়ে মৃত্যুর সংখ্যাও বাড়তে শুরু করেছে । জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, 7 আগস্ট রাত আটটা পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা 1 হাজার 284 জন । এর মধ্যে মৃত্যু হয়েছে 29 জনের । শুধুমাত্র গতকালই জেলায় আক্রান্ত হয়েছেন 58 জন । কীভাবে মানুষ আক্রান্ত হচ্ছেন, তাঁদের কোনও ট্রাভেল হিস্ট্রি রয়েছে কি না, তা খতিয়ে দেখছে জেলা প্রশাসন । কিন্তু অনেক আক্রান্তদেরই কোনও ট্রাভেল হিস্ট্রি খুঁজে পাওয়া যাচ্ছে না । তাই প্রশাসনের আশঙ্কা, জেলায় গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে যেতে পারে । আর এই গোষ্ঠী সংক্রমণ ঠেকাতেই জেলা প্রশাসন একাধিক পদক্ষেপ করছে ।
আর তাই, আজ সকাল থেকেই সক্রিয় জেলা পুলিশ । জেলার বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ । বর্ধমান শহরের তেলিপুকুর, বীরহাটা, কার্জনগেট, গোলাপবাগ, নবাবহাট, উল্লাস মোড় সব বিভিন্ন এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি । খুব প্রয়োজনে যাঁরা থেকে বেরোচ্ছেন, তাঁদেরকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করছে । সদুত্তর না পেলে, বাড়ি ফিরিয়ে দেওয়া হচ্ছে । প্রয়োজনে আটকও করা হচ্ছে অনেককে । পুলিশ সূত্রে খবর, সরকারি নির্দেশ অমান্য করে যাঁরা বিনা প্রয়োজনে ঘর থেকে বেরোবেন তাঁদের আটক করা হবে ।