মঙ্গলকোট (পূর্ব বর্ধমান), 16 নভেম্বর: ‘‘আপনাদের মনে রাখতে হবে প্রত্যেকবার আমরা এই পঞ্চায়েতকে দখল করেছিলাম ৷ এইবারও সেই পঞ্চায়েতকে দখল করব ।’’ পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বিধায়ক তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) অপূর্ব চৌধুরীর এই ভিডিয়ো ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক । পাশাপাশি দলের দুর্নীতি কিংবা কুকাজ নিয়েও সাংবাদিকদের সামনে মুখ খুলতে নিষেধ করেছেন, যা নিয়ে দলের অন্দরেই শুরু হয়েছে অস্বস্তি ।
মঙ্গলকোট (Mangolkot) বিধানসভা বোলপুর (Bolpur) লোকসভা কেন্দ্রের অন্তর্গত । গত পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections 2023) মঙ্গলকোট বিধানসভার পঞ্চায়েতগুলি থেকে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় । গত সোমবার মঙ্গলকোটের কুলসোনা গ্রামে তৃণমূল কংগ্রেসের একটা রাজনৈতিক সভা ছিল । সেই সভা থেকে মঙ্গলকোটের তৃণমূল বিধায়ক অপূর্ব চৌধুরীর একটা ভিডিয়ো ছড়িয়ে পড়ে । ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷
তবে ওই ভিডিয়োতে বিধায়ককে বলতে শোনা যায়, ‘‘আপনারা দলটাকে ভালোবাসুন । আপনাদের মনে রাখতে হবে আমরা এই পঞ্চায়েতকে প্রত্যেকবার যেমন দখল করেছিলাম ৷ এইবারও সেই পঞ্চায়েতকে দখল করব । কে কী বলল, কে কী করল, আমার দেখার দরকার নেই ।’’
একই সঙ্গে তিনি বলেন, ‘‘একটা গ্রামে একজনই প্রার্থী হবে । আর আপনারা যাঁদের যোগ্য মনে করবেন, সেই ব্যক্তিই প্রার্থী হবে । কেউ যদি বলে আমার এই নেতা ধরা আছে, একে আমি প্রার্থী করে আনব, সেই দিকে কান দেবেন না । আর একে অপরকে কাদা ছুঁড়বেন না । কারণ, এটা করলে সাংবাদিকদের লাভ হবে । সেটা করলে সিপিএম, বিজেপির লাভ হবে ৷ এতে তৃণমূলের লাভ হবে না ।’’