কাটোয়া, 25 মার্চ: অসামাজিক কাজের প্রতিবাদ করায় এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে (Man killed in Katwa for protesting anti social works) । বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়ার জগদানন্দপুর এলাকায় ৷ মৃত ব্যক্তির নাম মিহির পণ্ডিত (45) । তাঁর বাড়ি কাটোয়া 1 নম্বর ব্লকের নলহাটি গ্রামে । নিহতের পরিবারের অভিযোগ, এই খুনের ঘটনায় টুম্পা পণ্ডিত নামে এক মহিলা যুক্ত আছে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টুম্পা পণ্ডিত নামে ওই মহিলা তাঁর বাড়িতে অসামাজিক কাজকর্ম করেন । তাঁর বাড়িতে দিনে-দুপুরে অন্য জায়গা থেকে পুরুষদের আসা-যাওয়া ছিল বলে অভিযোগ উঠেছে । এই ঘটনার প্রতিবাদ করেন মিহির পণ্ডিত, শিবু পণ্ডিত -সহ স্থানীয় বেশ কয়েকজন । এই থেকেই নিয়ে গন্ডগোলর সূত্রপাত ৷ বৃহস্পতিবার গভীর রাতে পাশের গ্রামের দোলের মেলা থেকে বাড়ি ফেরার সময় মিহির পণ্ডিতের উপর হামলা হয়৷ ঘটনায় নাম জড়িয়েছে প্রশান্ত মহলদার, সোমনাথ মাঝি-সহ বেশকয়েকজন দুষ্কৃতীর ৷