পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bomb blast at Ketugram: কেতুগ্রামে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ; আহত 1, গ্রেফতার 3

পূর্ব বর্ধমানের (East Burdwan news) কেতুগ্রামে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে (Bomb blast at Ketugram) আহত হলেন একজন (Man injured in Bomb blast) ৷ এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে ৷

man-injured-in-bomb-blast-at-ketugram-in-east-burdwan-3-arrested
কেতুগ্রামে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ; আহত 1, গ্রেফতার 3

By

Published : Feb 11, 2022, 11:45 AM IST

কেতুগ্রাম, 11 ফেব্রুয়ারি:বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে (Bomb blast at Ketugram) জখম হলেন এক ব্যক্তি । বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের (East Burdwan news) কেতুগ্রামের একটা ক্লাব ঘরে । ঘটনার পরে বৃহস্পতিবার দুপুর নাগাদ ওই ক্লাব ঘর থেকে 11টি বোমা উদ্ধার করে পুলিশ । গ্রেফতার করা হয়েছে তিনজনকে । পৌরভোটের আগে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে কেতুগ্রাম 1নং ব্লকের আনকোনা পঞ্চায়েতের ইছাপুর গ্রামে একটা ক্লাবঘরে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে । এই ঘটনায় বিকাশ ঘোষ নামে এক ব্যক্তি আহত হন (Man injured in Bomb blast)। তিনি স্থানীয় এক জায়গায় গোপনে চিকিৎসা করাচ্ছিলেন বলে জানা গিয়েছে । গোপন সূত্রে খবর পেয়ে কেতুগ্রাম থানার পুলিশ ওই জায়গা থেকে তিনজনকে গ্রেফতার করে । পাশাপাশি ওই ক্লাব ঘর থেকে 11টি বোমা উদ্ধার করা হয়েছে । সিআইডির বম্ব স্কোয়াড বোমাগুলি নিস্ক্রিয় করে ।

আরও পড়ুন:Bomb Blast in Halisahar : হালিশহরে বোমা বিস্ফোরণ, মৃত 1 কিশোর

পুলিশ জানিয়েছে, ধৃত বিকাশ ঘোষ ও অপূর্ব পালের বাড়ি কেতুগ্রামের ইছাপুর গ্রামে । ধৃত তৃতীয় জনের বাড়ি মহুলা গ্রামে । ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে 14 দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেয় আদালত ।

উদ্ধার হওয়া বোমা

কেতুগ্রামের তৃণমূল কংগ্রেসের বিধায়ক শেখ শাহনওয়াজের অভিযোগ, ওই ক্লাবটি বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের ক্লাব । অন্যদিকে, বিজেপি নেতা অনিল দত্তের দাবি, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই । তৃণমূল তাঁদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনে ফাঁসানোর চেষ্টা করছে ।

আরও পড়ুন :Bombs seized in Hasnabad : মাছের ভেড়ির আলাঘরে চলছিল বোমা বাঁধা, হাসনাবাদে গ্রেফতার 2

ABOUT THE AUTHOR

...view details