শক্তিগড়, 16 ডিসেম্বর : পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুরে মহিলার দেহ উদ্ধারের ঘটনায় প্রীতম সামন্ত নামে এক যুবককে গ্রেফতার করল শক্তিগড় থানার পুলিশ ৷ ধৃতকে জেরা করেই খুনের (Murder in Purba Bardhaman) ঘটনা সম্পর্কে জানতে পারে পুলিশ ৷
প্রসঙ্গত, রবিবার বিকেলে কাজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন মৌমিতা দে (37) । ওইদিন রাতে তিনি আর বাড়ি ফেরেননি বলে পরিবার সূত্রে জানা যায় । এরপর সোমবার বর্ধমান-কালনা রোডে একটা পরিত্যক্ত ইটভাটায় মৌমিতার গলাকাটা দেহ উদ্ধার করে শক্তিগড় থানার পুলিশ ।
বছর পাঁচেক আগে আত্মঘাতী হন মৌমিতার স্বামী । তাঁদের দুটি সন্তান আছে । স্বামী মারা যাওয়ার পরে মৌমিতা বাপের বাড়িতেই থাকতে শুরু করেন ৷ সেখানেই একটা বেসরকারি সংস্থার গেস্ট হাউসে রান্নার কাজ করতেন ৷ গত রবিবার মায়ের মৃত্যুবার্ষিকী থাকায় গেস্ট হাউস থেকে কাজের ছুটি নেন মৌমিতা ৷ তারপরও কাজে যাচ্ছি বলে বেরিয়ে যান মৌমিতা । এরপর রাত ন'টা বেজে গেলেও বাড়ি না ফেরায় বাড়ির লোকজন ফোন করতে থাকেন । মোবাইলে রিং হয়ে গেলেও ফোন তোলেননি মৌমিতা ৷ এদিকে রাত বারোটার পরে ফোন করতেই দেখা যায় মৌমিতার মোবাইল সুইচড অফ ।
সোমবার স্থানীয়দের কাছ থেকে মৌমিতার বাবা জানতে পারেন কিছুটা দূরে একটা পরিত্যক্ত ইটভাটায় একটা মহিলার দেহ পড়ে আছে । এরপর তিনি গিয়ে মেয়ের দেহ সনাক্ত করেন ।
আরও পড়ুন :Murder in Purba Bardhaman : পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুরে মহিলার গলাকাটা দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়