পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মদ্যপানে বাধা দেওয়ায় স্ত্রীকে খুনের অভিযোগ - বর্ধমান

মৃতের পরিবারের অভিযোগ, মদ্যপান করে প্রতিদিন স্ত্রীকে মারধর করতেন অভিযুক্ত ব্যক্তি ।

 Alleged murder of wife for preventing husband from drinking alcohol
আউশগ্রামে স্বামীকে মদ্যপানে বাধা দেওয়ায় স্ত্রীকে খুনের অভিযোগ

By

Published : Oct 29, 2020, 10:39 PM IST

আউশগ্রাম, 29 অক্টোবর : মদ্যপানে বাধা দিয়েছিলেন । সেই রাগে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে । পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের পূর্বতটী গ্রামের ঘটনা । মৃতের নাম ভৈরবী আঁকুড়ে ।

পূর্বতটী গ্রামের বাসিন্দা ভৈরবীর সঙ্গে ওই গ্রামের বাসিন্দা বুধন আঁকুড়ের বিয়ে হয়। তাঁঁদের দুই সন্তান আছে। অভিযোগ, বিয়ের পর থেকে মদ খেয়ে বাড়িতে এসে অশান্তি করতেন বুধন। বুধবার রাতেও মদ্যপান করে বাড়ি ফেরেন তিনি । তাঁঁর স্ত্রী ভৈরবী প্রতিবাদ করতেই ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করে বলে অভিযোগ। এরপর বাড়ি থেকে পালিয়ে যায়। রাতেই গুরুতর আহত অবস্থায় বননবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয় ভৈরবীকে । অবস্থার অবনতি হলে তাঁঁকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। আজ সেখানে তাঁঁর মৃত্যু হয়।

মৃতের ভাই ভৈরব আঁকুড়ে অভিযোগ করেন , “জামাইবাবু প্রতিদিন মদ্যপান করে এসে দিদিকে মারধর করত । দিদি প্রতিবাদ করলে তাকে খুন করে পালিয়ে যায় সে।”

ABOUT THE AUTHOR

...view details