বর্ধমান (পূর্ব বর্ধমান), 2 ফেব্রুয়ারি: বাংলায় তাঁর সরকারের আমলে নিয়োগ দুর্নীতি (Bengal Recruitment Scam) নিয়ে সমস্ত অভিযোগ কার্যত খারিজ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ আর এই নিয়ে যা হইচই হচ্ছে, তার পুরো দায়ই তিনি চাপিয়েছেন এই রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলির উপর ৷ তাঁর অভিযোগ, নিজেরা চাকরি দেবে না ৷ আমরা চাকরি দিলে আদালতে গিয়ে বলছে, অনিয়ম হচ্ছে বন্ধ করে দাও ৷’’
বৃহস্পতিবার পূর্ব বর্ধমানে সরকারি কর্মসূচি প্রদান অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে বিভিন্ন প্রসঙ্গে কথা বলার সময় নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ কৌশলে তোলেন মুখ্যমন্ত্রী ৷ আর চাকরি নিয়ে আদালতে মামলা করার দায় চাপিয়ে দেন বিরোধীদের উপর ৷ তবে একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ‘‘আদালতকে শ্রদ্ধা করি ৷’’ ফলে এই নিয়ে আদালতের উপর যে ভরসা তাঁর আছে, তাও এদিন স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী ৷
বিরোধীদের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, ‘‘আসলে বাংলার মানুষকে চাকরি করতে দিতে চায় না ৷’’ কিন্তু বিরোধীদের সেই চেষ্টা তিনি রুখে দেবেন বলে কার্যত এদিন বর্ধমানের মাটি থেকে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ বলেছেন, ‘‘চাকরি হবেই ৷ আইন মেনেই হবে ৷’’